×

তথ্যপ্রযুক্তি

‘অতিরিক্ত গেম আসক্তি, মানসিক রোগের লক্ষণ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০৩:২৫ পিএম

‘অতিরিক্ত গেম আসক্তি, মানসিক রোগের লক্ষণ’
প্রায়ই দেখা যায় ছোট্ট শিশু থেকে শুরু করে বড়রা সবাই ভিডিও গেম খেলেন। এই গেম স্বাভাবিকভাবে খেললে তা হবে খেলা, আর অতিরিক্ত খেললে তা হবে আসক্তি বলে গবেষণায় এমনটাই প্রমাণ পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। এই সংস্থার মতে, গত জানুয়ারিতে সংস্থা (WHO) প্রকাশ করেছিল একটি তালিকা৷ যেখানে চিকিৎসকদের নির্দেশে কিছু রোগ এবং লক্ষণ প্রকাশ করা হয়েছে৷ গবেষণার উপর ভিত্তি করেই তালিকাটি প্রকাশ করা হয়েছে৷ ১১ নম্বর স্থানে রয়েছে ব্যাধিটি৷ চূড়ান্ত তালিকাতে যোগ করা হয়েছে একটি নতুন নাম, গেমিং ডিসওর্ডার৷ গেমিং ডিসওর্ডারের লক্ষণগুলির পাশাপাশি রয়েছে আরও একটি ব্যাধি, গ্লাম্বলিং ডিসওর্ডার৷ যেটির মূলত আসে আসক্তি জনিত সমস্যা থেকে৷ সংস্থার তথ্য অনুযায়ী, অনলাইন গেমিং এবং ভিডিও গেমিং উভয় থেকেই হতে পারে ব্যাধিটি৷ যা ক্ষতিগ্রস্থ করতে পারে কর্মক্ষেত্র সহ ব্যাক্তিগত জীবনকে৷ ফেলতে পারে অস্বস্তিকর পরিস্থিতিতে৷ পাশাপাশি সংস্থা আরও একটি বিষয়ে ব্যাখা করেছে, যেটি রোগটির সঙ্গে সঙ্গতিপূর্ণ৷ ঝুঁকিপূর্ণ গেমিং৷ তালিকার তথ্য অনুযায়ী ঝুঁকিপূর্ণ গেমিং হল খেলার একটি ধরণ, যেটি অনলাইন অথবা অফলাইন হতে পারে৷ যেটি প্রত্যেক ব্যাক্তিকে মানসিক এবং শারীরিক ক্ষতির দিকে ঠেলে দিয়ে ঝুঁকির পরিমানকে বাড়িয়ে তোলে৷ তাই, সময় থাকতে বিষয়টিকে গুরুত্ব দিন৷ সর্তক হন৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App