×

খেলা

যত দোষ নন্দ ঘোষ!

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২২ জুন ২০১৮, ১১:০৯ পিএম

যত দোষ নন্দ ঘোষ!

জর্জ সাম্পাওলি

খেলোয়াড়রা মাঠে খেলেন, আর মাঠের বাইরে ডাগআউটে বসে কলকাঠি নাড়েন কোচ। দলের জয়ে কোচের প্রশংসাও করেন সবাই। তবে দলের জয়ের পর যতটুকু প্রশংসা পান, তার চেয়ে বহুগুণ বেশি সমালোচিত হতে হয় দলের পরাজয়ে একজন কোচকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রাতের ম্যাচে মেসিদের ৩-০ গোলের লজ্জাজনক পরাজয়ের পর আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলির অবস্থা এখন অনেকটাই ‘যত দোষ নন্দ ঘোষ’-এর মতই। আর্জেন্টাইন খেলোয়াড়, ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, ফুটবলবোদ্ধা, সমর্থক সবাই মেতে উঠেছে সাম্পাওলির সমালোচনায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর শিষ্যদের বাজে পারফরমেন্সের দায়ভার নিজের কাঁধে নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জর্জ সাম্পাওলি। অন্যদিকে আর্জেন্টিনার কয়েকটি পত্রিকা জানিয়েছে ইতোমধ্যে নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এমনকি আগামী সপ্তাহে নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে লিওনেল মেসিরা নতুন কোচের অধীনে খেলতে নামবেন বলেও জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলির নানা পরীক্ষা-নিরীক্ষার কারণে শঙ্কিত ছিলেন অনেকেই। একেক ম্যাচে একেকভাবে পরিকল্পনা সাজানোয় খেলোয়াড়দের ধাতস্থ হওয়ার সময়টাও থাকে খুব কম। সাম্পাওলি দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত টানা দুটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলতে নামেনি আর্জেন্টিনা। যে কারণে নিজেদের সেরাটা দিয়ে খেলতে ব্যর্থ হন ফুটবলাররা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও তেমন আরেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে একাদশ গড়েন সাম্পাওলি। যার ফলাফল হয় মারাত্মক হতাশাজনক। এদিন মাত্র ১ জন পরীক্ষিত ডিফেন্ডার নিয়ে একাদশ সাজান সাম্পাওলি। যা খুব সহজেই ভাঙ্গেন মানজুকিচ, রাকিতিচরা। এ ছাড়া আক্রমণভাগেও শুরুতে পাভোন, হিগুয়েন, দিবালাদের বাইরে রেখেই খেলতে নামে আর্জেন্টিনা। তাছাড়া এদিন অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে মাঠেই নামেননি সাম্পাওলি। এসব কারণে ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচের সমালোচনায় মেতে উঠেছে স্বয়ং আর্জেন্টাইন সমর্থকরা। শুধু সমর্থকরাই নয়, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সাম্পাওলির সমালোচনা মেতে উঠেছেন ফুটবলবোদ্ধারাও। তাদের দাবি সাম্পাওলির প্রতি ম্যাচে একাদশ পরিবর্তননীতির সঙ্গে ফুটবলাররা খাপ খাওয়াতে পারে না। এর চ‚ড়ান্ত ফলই দেখা যাচ্ছে রাশিয়া বিশ্বকাপে। বিষয়টি মেনে নিয়েছেন সাম্পাওলি নিজেও। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে নিজের পরিকল্পনার ভুল স্বীকার করেছেন তিনি। লুকা মড্রিচদের বিপক্ষে হারের দায় নিজ কাঁধে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেছেন, ম্যাচের সিদ্ধান্তগুলো নেয়ার দায় আমার। কাবায়েরো (আর্জেন্টিনার গোলরক্ষক) এবং খেলোয়াড়রা এখানে দায়ী নয়। তবে আমার পরিকল্পনা নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম, কিন্তু পরিকল্পনা যেহেতু কাজে লাগেনি তাই কোচ হিসেবে সব দোষ আমারই। এজন্য আমি আর্জেন্টাইন সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। এসময় নিজের পরিকল্পনায় ভুল থাকার কথা জানিয়ে সাম্পাওলি বলেন, এই হারে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সম্ভবত আমি ম্যাচের পরিস্থিতি ঠিকভাবে বুঝতে পারিনি। এই ম্যাচের আগে আমরা দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করার জন্য মুখিয়ে ছিলাম। অথচ ম্যাচ শেষে আমাদের বিদায়ের ঘণ্টা বাজার প্রস্ততি সম্পন্ন হলো। তবে বিশ্বকাপের মতো বড় আসরে সাম্পাওলির ভুল মোটেই ভালোভাবে দেখছে না আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং দলের খেলোয়াড়রা। আর্জেন্টাইন কয়েকটি গণমাধ্যমের মতে, নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই সাম্পাওলির পদত্যাগ চাচ্ছেন খেলোয়াড়রা। ক্রোয়েশিয়ার বিপক্ষে  কৌশলে খেলিয়ে দলকে বিপর্যয়ে ফেলেন সাম্পাওলি। অভিজ্ঞ ডি মারিয়া, ফর্মের তুঙ্গে থাকা দিবালাকে বাদ দিয়ে একাদশ সাজানোয় সবার সমালোচনার তীর তার দিকে। রাশিয়ায় থাকা আর্জেন্টাইন কয়েকজন গণমাধ্যম কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে, ম্যাচ শেষেই খেলোয়াড়রা বৈঠক করেছেন এবং শেষ ম্যাচে নামার আগেই সাম্পাওলির বিদায় চান তারা। তার পরিবর্তে বুরুচাগাকে কোচ হিসেবে চাচ্ছেন বলেও জানা যাচ্ছে। কিন্তু খেলোয়াড়রা চাইলেই হুট করে বিশ্বকাপের এই সময়ে কোচ পাল্টানো অনেকটাই অসম্ভব আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের জন্য। তবে এটা নিশ্চিত, শিগগিরই চাকরি হারাচ্ছেন সাম্পাওলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App