×

খেলা

বিশ্বকাপে ফ্রান্সের সর্বকনিষ্ঠ গোলদাতা এমবাপ্পে

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২২ জুন ২০১৮, ১১:২১ পিএম

বিশ্বকাপে ফ্রান্সের সর্বকনিষ্ঠ গোলদাতা এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

রাশিয়া বিশ্বকাপে  নিজেদের দ্বিতীয় ম্যাচে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জয় পেয়েছে ফ্রান্স। এ জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দিদিয়ের দেশ্যমের দল। আর ফরাসি সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করার গৌরব অর্জন করেন ফ্রান্সের পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। ২০ বছরের নিচে বিশ্বকাপে গোল করা ফ্রান্সের একমাত্র ফুটবলার হলেন তিনি। তারকায় ভরপুর ফ্রান্স ফুটবল দলের অন্যতম সেরা ফরোয়ার্ড হলেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সে রাশিয়া বিশ্বকাপ খেলতে এসে ইতোমধ্যেই গড়ে ফেলেছেন এক অনন্য রেকর্ড। বিশ্বকাপের  ইতিহাসে ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করেছেন তিনি। ২০ বছরের কম বয়সী ফুটবলারদের তালিকায় আর অন্য কোনো ফরাসি ফুটবলারের নাম নেই। এ তালিকায় সর্বকালের ১৮ জন ফুটবল কিংবদন্তির নাম রয়েছে। তার মধ্যে পিএসজি তারকা রয়েছেন ১৩তম স্থানে। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকার শীর্ষে  রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর ২৩৮ দিনে গোল করেছিলেন তিনি। তালিকার দুই নম্বরে রয়েছেন মেক্সিকান তারকা ম্যানুয়াল রোজাস। তিনি সময় নিয়েছেন ১৮ বছর ৯২ দিন। আর ১৮ বছর ১৯০ দিনে গোল করে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় তিন নম্বরে রয়েছেন ইংলিশ ফুটবলার উইয়েন। এ তালিকার ১৩ নম্বরে থাকা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে সময় নিয়েছেন ১৯ বছর ১৮৩ দিন। পিএসজির এই ফরোয়ার্ডকে নিয়েই দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছেন দিদিয়ের দেশ্যাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App