×

খেলা

মেসিদের বাঁচা মরার লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৮, ১১:৩৮ এএম

মেসিদের বাঁচা মরার লড়াই
সারা বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের আজ একটি প্রত্যাশা- জয়। গত শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফেভারিট আর্জেন্টিনা। আইসল্যান্ডের মতো অপেক্ষাকৃত অনেক দুর্বল দলের সঙ্গে ড্র করার পর কোচ জর্জ সাম্পাওলির দলের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। আজ রাশিয়া বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপের এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজনি নভগোদ স্টেডিয়ামে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করতে হলে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ক্রোয়েশিয়ার বিপক্ষে আজকের ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে। আর যদি আজকের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় তবে দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেক কঠিন হয়ে যাবে লিওনেল মেসিদের জন্য। তাই বলা যায়, লুকা মড্রিচ, ইভান রাকিটিচদের মতো সময়ের অন্যতম সেরা ফুটবলারদের নিয়ে গড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মেসিদের সামনে। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে অবস্থান করছে ক্রোয়েশিয়া, অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। ইতোমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রæপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ক্রোয়েশিয়া। অন্যদিকে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনার অবস্থান এখন টেবিলের দ্বিতীয় স্থানে। আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি ছাড়াও আজ বিশ্বকাপের আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দিনের প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। সামারা অ্যারেনাতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। রাশিয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ডেনমার্ক। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াই করে শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে এশিয়া অঞ্চল থেকে বিশ^কাপে অংশ নিতে যাওয়া ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া। বর্তমানে র‌্যাঙ্কিংয়ে ডেনমার্কের অবস্থান ১২ নম্বরে এবং অস্ট্রেলিয়ার অবস্থান র‌্যাঙ্কিংয়ের ৩৬ নম্বরে। এ ছাড়া আজ দিনের অন্য ম্যাচে রাত ৯টায় পেরুর বিপক্ষে খেলতে নামবে শক্তিশালী ফ্রান্স। একাটেরিনবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে আজ রাত ৯টায়। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা পেরুর বিপক্ষে আজকের ম্যাচে নিশ্চিত ফেভারিট কোচ দিদিয়ের দেশ্যামের দল। তারকাসমৃদ্ধ ফ্রান্সের অবস্থান এখন র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে। বর্তমানে ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে ফ্রান্স এবং দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। সে হিসেবে আজকের ম্যাচে পেরুকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। এ ছাড়া আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকেট পাবে ডেনমার্ক। সে সঙ্গে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে পেরু এবং অস্ট্রেলিয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App