×

জাতীয়

বিরামহীন প্রচারণায় দুই মেয়র প্রার্থী, চলছে বিষোদ্গারও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৮, ০৪:২৪ পিএম

বিরামহীন প্রচারণায় দুই মেয়র প্রার্থী, চলছে বিষোদ্গারও
দিন-রাত একাকার করে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। গণসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। এরই মাঝে চলছে একে অপরের প্রতি বিষোদগারও। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই উল্লেখ করে বিএনপি প্রার্থীকে স্থানীয় প্রশানের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। অপরদিকে নির্বাচন নস্যাতের চেষ্টা করা হলে সরকার এবং নির্বাচন কমিশনকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এদিকে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল বুধবার ৫০নং ওয়ার্ডের গাজীপুরা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। সেখানে সংক্ষিপ্ত পথসভায় তিনি উন্নয়নের স্বার্থে বিএনপিসহ সব দলের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন। এ সময় সেনা মোতায়েনে বিএনপির দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি প্রার্থীকে স্থানীয় প্রশানের ওপর আস্থা রাখার পরামর্শ দেন জাহাঙ্গীর আলম। পরে ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগরে আয়োজিত পথসভায় তিনি বলেন, বিএনপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে। বিএনপি খুনির পরিবারকে প্রশ্রয় দিয়েছে। এতেই প্রমাণ হয় বিএনপি সংঘর্ষ এবং খুনের রাজনীতি করে। বিএনপি প্রার্থী ৫ বার জনপ্রতিনিধি হয়ে এলাকার কোনো উন্নয়ন করতে পারেননি। নিজের পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছেন। জনগণের কর্মচারী হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান উল্লেখ করে আগামী ২৬ জুনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান জাহাঙ্গীর। এদিন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জাহাঙ্গীরের প্রচারণায় অংশ নেন। তা ছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টি ও অন্যান্য দলের নেতারাও প্রচারণা চালান। পথসভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বক্তব্য রাখেন। আর জাহাঙ্গীরের পক্ষে ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাহাজাদা মহিউদ্দিন, বলরাম পোদ্দার, অসীম কুমার উকিল, এস এম কামাল, গোলাম মোস্তফা কাজল, মহানগর নেতা মহিউদ্দিন মহি প্রমুখ। বেলা ৩টায় জয়দেবপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় যোগ দেন জাহাঙ্গীর। এ সময় তিনি বলেন, সরকার এবং নির্বাচন কমিশনকে বেকায়দায় ফেলার জন্য বিএনপির নেতারা নিজেরাই ইস্যু তৈরি করে মিডিয়ায় প্রচার করে। তিনি নির্বাচন কমিশন এবং সরকারের গোয়েন্দা সংস্থাকে এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ারও দাবি জানান। অপরদিকে গতকাল নগরীর বাঙ্গালগাছ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এ সময় তিনি নির্বাচন নস্যাতের চেষ্টা করা হলে সরকার এবং নির্বাচন কমিশনকে এর খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি করেন। হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্বাচনী বৈতরণী পার হতে নির্বিচারে মিথ্যা কথা বলছেন। আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড নিয়ে তার মিথ্যাচার গাজীপুরের জনগণ কখনো বিশ্বাস করবে না। এটি একটি সেটেল্ড বিষয়। গাজীপুরবাসী ভালো করেই জানেন আহসান উল্লাহ মাস্টারকে কারা হত্যা করেছে। জাহাঙ্গীর এখন ভোটের লোভে যা ইচ্ছা তাই বলছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। চীন ও জাপানের সহযোগিতায় গাজীপুর নগরী নিয়ে তিনি একটি মাস্টার প্ল্যান করেছেন এমন হাস্যকর প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও কীভাবে, কোন প্রক্রিয়ায় এবং কোন কোন নগরবিদের সহযোগিতায় এমন মাস্টার প্ল্যান করলেন। এদিকে হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ শায়লা, শিবা শানু, মোস্তাফিজুর রহমান প্রমুখ শিল্পীরা। এ ছাড়া ৫৭টি ওয়ার্ডে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ শেষে বিকেল ৩টায় বঙ্গতাজ অডিটোরিয়ামে সিইসি ও ইসিদের সভায় যোগ দেন হাসান সরকার। এ সময় তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App