×

জাতীয়

বাংলাদেশকে ১৬শ’ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০১৮, ০৭:১৫ পিএম

বাংলাদেশকে ১৬শ’ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে গত ১ দশকে চারটি প্রকল্পে সর্বমোট ১৬০০.৭৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী সিডর-উত্তর দুর্যোগ মোকাবেলায় বিশ্বব্যাংক ‘ইমারজেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টরেশন প্রজেক্ট এ ৩০৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেয়। যা শুরু হয় ২০০৮ সালে এবং শেষ হওয়ার কথা চলতি বছরের ৩০ জুন। এর অগ্রগতির হার ৯৭.৭৮ শতাংশ। দ্বিতীয়ত:-‘এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দা পুয়োরেস্ট’ শীর্ষক প্রকল্পে ১৫০ মিলিয়ন ডলার, যার ২০১১ সালে শুরু হয় এবং ২০১৪ সালের ৩০ জুন শেষ হয়েছে।

তৃতীয়ত: সেফটি নেট সিস্টেম ফর দা পুয়োরেস্ট প্রকল্পে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে, যা শেষ হবে ২০১৯ সালের ৩০ জন। এ প্রকল্পের অগ্রগতি ৮৯ শতাংশ, আবার এর অ্যাডিশনাল প্রকল্পে পুনরায় ২৪৫ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে, যার অগ্রগতি ৪.৭৮ শতাংশ। শেষ প্রকল্পটি হলো ‘কোস্টাল এমবার্কিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ফেস-১ এ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে, যা জুন ২০২০ সালে শেষ হবে। এর অগ্রগতি ১৯ শতাংশ বলে জানান অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App