×

তথ্যপ্রযুক্তি

নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ঘোষণা স্যামসাংয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৮, ০৪:৪৪ পিএম

নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ঘোষণা স্যামসাংয়ের
স্যামসাং ২০২০ সালের মধ্যে তাদের সব স্থাপনায় সম্পূর্ণভাবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনে অবস্থিত তাদের স্থাপনাগুলোর মধ্যে থাকবে কারখানা, অফিস ভবন ও অন্যান্য সংশ্লিষ্ট কেন্দ্র। বৈশ্বিক পরিবেশ রক্ষায় স্যামসাং বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে চায়, যা ২০২০ সালের মধ্যে ৩.১ গিগা ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত হবে। এই লক্ষ্য অর্জনে স্যামসাং, ওয়ার্ল্ড ওয়্যাইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) নবায়নযোগ্য শক্তি ক্রয়কারী নীতিমালা এবং রকি মাউন্টেন ইন্সটিটিউটের সঙ্গে যুক্ত হয়েছে।চলতি বছর থেকেই কোরিয়ায় অবস্থিত স্যামসাংয়ের ক্যাম্পাসগুলোতে ৬৩ হাজার বর্গমিটার এলাকাজুড়ে কয়েকটি সোলার প্যানেল ও জিওথার্মাল পাওয়ার জেনারেশন কেন্দ্র স্থাপন করা হবে। আগামী বছর কার্বন ডিসক্লোজার প্রোজেক্ট সাপ্লাই চেইন প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে স্যামসাং তাদের শীর্ষ ১০০ পার্টনার কোম্পানির সঙ্গে কাজ করবে। যা বিশ্বব্যপী নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App