×

আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের একসঙ্গে রাখার প্রতিশ্রুতি ট্রাম্পের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৮, ১১:৪৯ এএম

অবৈধ অভিবাসীদের একসঙ্গে রাখার প্রতিশ্রুতি ট্রাম্পের
বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়ার পর অবৈধ অভিবাসনের অভিযোগে আটক পরিবারের সদস্যদের একসঙ্গে রাখার প্রতিশ্রুতি দিয়ে একটি নির্বাহী আদেশ সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউজে তিনি এ সিদ্ধান্ত নেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, গ্রেপ্তার বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার দৃশ্য তিনি আর দেখতে চান না। ইতোমধ্যে যে পরিবারগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে তাদের বিষয়ে নির্বাহী আদেশে কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত মোট ২২০৬ জন কারাবন্দি বাবা-মায়ের কাছ থেকে ২৩৪২ জন শিশুকে আলাদা করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। ট্রাম্প বলেন, পরিবারের সদস্যদের একসঙ্গে রাখতেই নতুন করে এই নির্বাহী আদেশ। তারা আলাদা থাক এটি আর দেখতে চাই না। জনমতের চাপের মুখে পড়ে অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছেন ট্রাম্প। তার সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App