×

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ০৫:৫৯ পিএম

জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি

ফাইল ছবি

ভারতে বিজেপি তাদের জোটশরিক মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) হাত ছেড়ে দেওয়ার একদিন পরই জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি করা হয়েছে।

বিজেপি জানিয়েছে নিরাপত্তা সমস্যা ও উপত্যকায় ক্রমে বাড়তে থাকা সন্ত্রাসবাদের কারণে এই সিদ্ধান্ত। খবর এনডিটিভির

মঙ্গলবার বিকেলে বিজেপির এই আচমকা সিদ্ধান্তের কিছুক্ষণের মধ্যেই হতভম্ব মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রিপোর্টও পাঠিয়ে দিয়েছেন।

২০০৮ সাল থেকে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে রয়েছেন এন এন ভোরা। এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার জন্য তিনিই সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি। গত ১০ বছরে তার শাসনকালে তিন বার জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি হয়েছে।

আগামী বেশ কয়েকদিন জম্মু ও কাশ্মীরে প্রবল সন্ত্রাসবিরোধী অভিযান চলার সমূহ সম্ভাবনা রয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ঘোষণা করেছেন, রমজান মাসে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তার মেয়াদ আপাতত ফুরিয়েছে। তা আর বাড়ানো হবে না।

এ বিষয়ে রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তা এসপি বৈদ্য এনডিটিভিকে বলেন, যুদ্ধবিরতির সময় বন্ধ থাকলেও, অভিযান এখন চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App