×

জাতীয়

এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে : প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ০৯:৫৭ পিএম

এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে : প্রধানমন্ত্রী

চলতি রাশিয়া ফুটবল বিশ্বকাপের খেলা দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি খেলা দেখছি। তবে এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে।’

আজ বুধবার রাতে গণভবনে এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটারদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রত্যেক নারী ক্রিকেটারকে ১১ লাখ টাকার চেক এবং বিশেষ নৈপুণ্যের জন্য ২৭ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

নারী ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখবে হবে। পরাজয়ে হতাশা নয় বরং নতুন করে জয়ের প্রতিজ্ঞা নিতে হবে। ক্রিকেট খেলায় একসময় মেয়েদের পাওয়া কঠিন ছিল, খেলোয়াড় পাওয়া যেত না। রক্ষণশীল সমাজ নানাদিক থেকে বাধা ছিল। আশার কথা হচ্ছে, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে।

বাবা-দাদাসহ ভাইয়েদের খেলাধুলার আগ্রহের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা বলেন, ‘আমাদের পরিবারটা খেলাধুলা প্রিয় পরিবার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে দেখবেন, সেখানে তার খেলাধুলার কথা উল্লেখ রয়েছে। আর আমি তো আমার ভাই কামালের সাথে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনটন, সাইকেল চড়া থেকে শুরু করে সব খেলায় খেলেছি।’

অনুষ্ঠানে রাখা বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসাপ পাপন বলেন, নারী ক্রিকেটারদের বেতন ৬০০ টাকা ছিল না। ছেলে আর মেয়ে ক্রিকেটারদের মধ্যে কোনো বৈষম্য নেই।

এ সময় নারী ক্রিকেটারদের পাবলিক বাসে চড়া নিয়ে ফেসবুক ও পত্রিকায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন পাপন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App