×

জাতীয়

আরও কমলো স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ০৮:৫২ পিএম

আরও কমলো স্বর্ণের দাম

স্বর্ণের অলঙ্কার। ফাইল ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এবার ভরিতে দাম কমেছে গড়ে এক হাজার টাকা।

এর ফলে সবচেয়ে ভালো অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৪৯ হাজার ৮০৫ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দর ৫০ হাজার ৯৭২ টাকা।

তবে এ যাত্রায় দেশি বা সনাতনী স্বর্ণের দর না কমিয়ে বরং এক হাজার টাকা বাড়ানো হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার দর সমন্বয়ের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার থেকে বাজারে নতুন দর কার্যকর হচ্ছে।

বুধবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে আসার প্রেক্ষিতে দেশের বাজারে দর সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দরে অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দাম হবে ৪৭ হাজার ৫৩০ টাকা। এতদিন এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৪৮ হাজার ৬৯৭ টাকা দরে। ১৮ ক্যারেট মানের দাম ৪৩ হাজার ৬২৩ টাকা থেকে কমিয়ে ৪২ হাজার ৪৫৬ টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে সনাতনী স্বর্ণের দাম ২৬ হাজার ৪১৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা।

এদিকে এবারও রূপার দরে পরিবর্তন আনা হয়নি। আগের মতো ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

তিন মাসের ব্যবধানে দু'দফায় দর কমানোর আগে পরপর তিন দফায় বেড়েছিল স্বর্ণের দাম, যা এক পর্যায়ে ৫২ হাজার টাকা পর্যন্ত উঠেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App