×

জাতীয়

অক্টোবরে নির্বাচকালীন সরকার গঠন করা হতে পারে : ওবায়দুল কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ০৩:০৩ পিএম

অক্টোবরে নির্বাচকালীন সরকার গঠন করা হতে পারে : ওবায়দুল কাদের
নির্বাচনের সিডিউল ঘোষণার পর আগামী অক্টোবর মাসে নির্বাচকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবরে গঠন করার সম্ভাবনা রয়েছে বেশি। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়টি অ্যাবসোলিউটলি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তখন (নির্বাচকালীন সরকার) মন্ত্রিসভা ছোট হবে । তখন ঢাউস মন্ত্রিসভার প্রয়োজন নেই। সেই সরকার শুধু রুটিন কাজ করবে। তখন মন্ত্রিসভা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না। নির্বাচনে সিডিউল ঘোষণার পর মন্ত্রীরা কোনো কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। তখন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনী কাজ চলতে থাকবে। এটা গণতান্ত্রিক সব দেশেই আছে। বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে কোনো আন্দোলন হবে না এটা জানি। কারণ বিএনপির আন্দোলনে দেশের মানুষ সাড়া দেবে এমন কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিতে কেন যে সংশয় প্রকাশ করছে তা আমার বোধগম্য নয়। কারণ, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তো বিএনপি অংশ নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App