×

আন্তর্জাতিক

ভারতের চেয়ে পাকিস্তানের পরমাণু অস্ত্র কতটি বেশি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৯:২০ পিএম

ভারতের চেয়ে পাকিস্তানের পরমাণু অস্ত্র কতটি বেশি?

পাকিস্তান পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র

বিশ্বব্যাপী যখন পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে জনমত গড়ে উঠছে তখন উল্টো পরমাণু অস্ত্র বৃদ্ধি করছে পাকিস্তান। দেশটির বাজেটের সবচেয়ে বড় অংশ খরচ হচ্চে পরমাণু অস্ত্র তৈরিতে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি (SIPRI) একটি রিপোর্টে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান জ্যান এলিয়াসন জানিয়েছেন, চলতি বছরের শুরুতে বিশ্বের ৯টি দেশের মোট ওয়ারহেড ছিল ১৪ হাজার ৪৬৫টি নিউক্লিয়ার। মোট ওয়ারহেডের ৯২ ভাগ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। এই দুই বড় দেশ বাদ দিলে বর্তমানে ফ্রান্সের কাছে ৩০০টি, চীনের কাছে ২৮০টি, যুক্তরাজ্যের কাছে ২১৫টি, ভারতের কাছে ১৩০-১৪০টি, পাকিস্তানের কাছে ১৪০-১৫০টি, ইসরাইলের কাছে ৮০টি এবং উত্তর কোরিয়ার কাছে ১০-২০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। উপরের প্রত্যেকটি দেশ আবার পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় সফল হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি দেশই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App