×

খেলা

টেস্ট দলে নেই মোস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৪:৫০ পিএম

টেস্ট দলে নেই মোস্তাফিজ
চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। অবশ্য তাতে ভাগ্য খুলে গেছে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ভালো করা পেসার আবু জায়েদ চৌধুরীর। প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। দলে ফিরেছেন বছর নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেক হওয়া দুই ক্রিকেটার নুরুল হাসান ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন দলে। শফিউল ইসলামকেও ডেকেছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে জায়গা হারিয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আব্দুর রাজ্জাক, তানবীর হায়দার ও সানজামুল ইসলাম বাদ পড়েছেন। কোন ম্যাচ না খেলেই স্কোয়াডে থেকে জায়গা হারিয়েছেন স্পিনার নাঈম হাসান। আসন্ন টেস্ট সিরিজে জায়গা না পেলেও মোসাদ্দেক, মোস্তাফিজ ও নাঈমরা রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে। সেখানে তাদের সঙ্গী ইয়াসিন আরাফাত ও আবু হায়দার। আগামী বুধবার বেলা দুইটায় প্রধান কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া ক্রিকেটারদের। এরপর দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ জুন ঢাকা ছাড়বে টাইগাররা। আগামী ৪ জুলাই অ্যান্টিগায় শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। পরের টেস্ট ১২ জুলাই জ্যামাইকায়। বাংলাদেশ টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম। স্ট্যান্ডবাই : ইয়াসিন আরাফাত, আবু হায়দার, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App