×

খেলা

গোল পাননি মেসি-নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৩:৫৪ পিএম

গোল পাননি মেসি-নেইমার
দারুণ জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে মেসির আর্জেন্টিনা। লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিলকে বঞ্চিত করেছে সুইজারল্যান্ড। তিতের শিষ্যরা আর্জেন্টিনার পদাঙ্ক অনুসরণ করে ১-১ গোলে ড্র করেছে সুইসদের বিপক্ষে। বিশ্ব ফুটবলের তিন স্টারের অন্যতম রোনালদো তো প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন। হাইভোল্টেজ ম্যাচে স্পেনের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে ফি কিক থেকে অসাধারণ গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে সঙ্গে দলকে হার এড়াতে অগ্রণী ভূমিকা রাখেন সি আর সেভেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে মেক্সিকো। অস্ট্রেলিয়ার বিপক্ষে পয়েন্ট হারাতে হারাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। স্বাগতিক রাশিয়া উদ্বোধনী ম্যাচে ৫-০ গোলে সৌদি আরবকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে গোল বন্যায় যে ইঙ্গিত দিয়েছিল তা অন্যরা অব্যাহত রাখতে পারেনি। ২০১৬ সালে ইউরো জয় করে রাশিয়া বিশ্বকাপে পা দিয়েছে পর্তুগাল। ২০০৮ সালে ইউরো জয়ের পর বিশ^চ্যাম্পিয়নের মুকুট পরেছিল স্পেন। এরপর ২০১২ সালের ইউরোও জয় করে স্পেন। পাশাপাশি ইউরো ও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আছে জার্মানিরও। সেই সূত্রে পর্তুগাল তো এবারের আসরে ফেবারিটের তকমা পায় অবধারিতভাবেই। তা পাচ্ছে বটে। কিন্তু বাস্তবতা হচ্ছে জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা এমনকি স্পেনকে সবাই যেমন শিরোপার দাবিদার ভাবছে পর্তুগালকে তত নয়। ভাবছে, সে শুধু এক রোনালদোর জন্য। সেই পর্তুগালের প্রথম ম্যাচ স্পেনের বিপক্ষে। পর্তুগালে এক রোনালদো। অথচ স্পেনের রক্ষণে তাকে আটকাতে রামোস, পিকে, নাচো ফার্নান্দেজরা ছিলেন। দলটির আক্রমণভাবে রয়েছে ডিয়েগো কস্তার মতো তারকা। বিশ্বকাপের দুদিন আগে কোচ ছাঁটাইয়ের ঘটনা ঘটলেও দলটার শক্তি তো আর কমেনি। রোনালদোর জন্য তাই চ্যালেঞ্জটা মোটেও সহজ ছিল না। বিশেষ করে পুরো পর্তুগাল ও রোনালদো ভক্তরা যখন তার দিকে তাকিয়ে। একটা হাইভোল্টেজ ম্যাচের কাছে দর্শকদের কি চাওয়া থাকতে পারে? উত্তেজনার পারদে ঠাসা ম্যাচে স্পেন যেমন সুন্দর ফুটবলের মালা গাঁথল, অন্য শিবিরে এক ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশে^ নিজের শ্রেষ্ঠত্বের কথা জানিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি আদায় করে নেন। যার গোলে দুই দুবার এগিয়ে যাওয়ার পর এক পর্যায়ে পিছিয়ে পড়া পর্তুগালের। সেখান থেকে রোনালদোর হ্যাটট্রিকেই স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে পর্তুগাল। অন্যদিকে ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হয়েছেন নেইমার। ওইবার ১১ বার চ্যালেঞ্জ করে ইংল্যান্ডের অ্যালান শিয়ারারকে ভ‚পাতিত করেছিল তিউনিসিয়া। পরশু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সুইজারল্যান্ড ফাউল করেছে ১০ বার। খেলোয়াড়দের নিরাপত্তায় এটা রেফারির ব্যর্থতার প্রতিফলন বলেছেন নেইমার। ড্র ব্রাজিলের প্রাপ্য নয় বললেন নেইমার, এই ড্র আমাদের প্রাপ্য নয়। কিন্তু আমরা আরো উন্নতি করতে পারি, আরো ভালো খেলার সামর্থ্য আছে। কিন্তু এই ম্যাচ প্রমাণ করল কাজটা সহজ হবে না। আগামী ২২ জুন কোস্টারিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি, সেন্ট পিটার্সবার্গে পরের ম্যাচে পুরো দল নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় রাউন্ডে উঠা অনেকটাই কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার। ম্যাচে একটি পেনাল্টিও মিস করেন লিওনেল মেসি। আইসল্যান্ড ম্যাচে হতাশ মেসি এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারলেন না লিওনেল মেসি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে না পারায় তাকে নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে আইসল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার ১-১ গোলের ড্রতে। ২১ জুন তারা সেইন্ট পিটার্সবার্গে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, গ্রæপে যে দলটি আর্জেন্টিনার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। আজকের খেলা জাপান : কলম্বিয়া সন্ধ্যা ৬টা পোল্যান্ড : সেনেগাল রাত ৯টা রাশিয়া : মিসর রাত ১২টা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App