×

জাতীয়

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৭:০২ পিএম

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

কুমিল্লা বিসিক শিল্পনগরীতে মুড়ি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরেন্দ ত্রিপুরা (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার নগরীর বিসিকের নাহার ফ্লাওয়ার মিলস্ মুড়ি কারখানায় দুর্ঘটনাটি ঘটে। সুরেন্দ ত্রিপুরা চট্টগ্রাম ফটিকছড়ির হাসনাবাদ গ্রামের খসম কুমার ত্রিপুরার ছেলে।

স্থানীয় শ্রমিক সূত্রে জানায় যায়, ছুটি শেষে সোমবার কুমিল্লায় আসেন সুরেন্দ ত্রিপুরা। রাতে বৃষ্টি হওয়ায় কারখানার নিচ তলায় পানি ডুকে পড়ে। দুপুরে মোটরের মাধ্যমে পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

কারখানার মালিক রিয়াদে নেওয়াজুল হক জানান, নিহত সুরেন্দ ত্রিপুরা কারখানাই থাকতেন। ঈদের ছুটি শেষে অন্যান্য শ্রমিকরা এখনো কেউ বাড়ি থেকে আসেনি। রাতে বৃষ্টি হওয়ায় কারখানার নিচ তলায় পানি ডুকে যায়। দুপুরে মোটরের মাধ্যমে পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়ে তিনি মারা যান।

কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরেন্দ ত্রিপুরা নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে দেখা গেল তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতারে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App