×

আন্তর্জাতিক

কাশ্মীরে জোট সরকার ছাড়ল বিজেপি, মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৭:০০ পিএম

কাশ্মীরে জোট সরকার ছাড়ল বিজেপি, মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের জোট সরকার থেকে প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিড়ে বেরিয়ে এসেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। মঙ্গলবার বিজেপির এমন ঘোষণার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) মেহবুবা মুফতি। এতদিন বিজেপি-র সঙ্গে জোট বেঁধেই পিডিপি সেখানে সরকারের নেতৃত্বে ছিল।

আনন্দবাজার পত্রিকার খবর, মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে জম্মু-কাশ্মীরে সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানান বিজেপি-র সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে পথচলা অসম্ভব হয়ে পড়েছে। সরকার থেকে সরে আসা ছাড়া আর কোনও উপায় ছিল না।’’ এর পরেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তাঁর ইস্তফাপত্র জমা দিয়ে আসেন। বিজেপি যদিও রাজ্যে রাজ্যপালের শাসনই চায়, বৈঠকে এমনটা জানিয়েছিলেন রাম মাধব।

জম্মু-কাশ্মীর বিধানসভায় মোট ৮৭টি আসন। ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি। এ ছাড়া ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স ১৫টি, কংগ্রেস ১২টি এবং অন্যান্যরা ৭টি আসন পেয়েছিল। বিজেপি এবং পিডিপি যৌথভাবে ম্যাজিক সংখ্যা ৪৪ ছাড়িয়ে ৫৩ আসনে পৌঁছয়। সেই জোটই এত দিন সরকার চালাচ্ছিল জম্মু-কাশ্মীরে। এর ফলে বিজেপি বেরিয়ে যেতেই পিডিপি-র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাম মাধব ওই সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, ‘‘সন্ত্রাস, হিংসা এবং কট্টরবাদ উপত্যকায় সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকে বিপন্ন করে তুলেছে। শুজাত বুখারির খুন তার উদাহরণ।’’ তিনি জানান, জম্মু-কাশ্মীর মন্ত্রিসভা থেকে বিজেপি-র সকল সদস্য আজই পদত্যাগ করবেন। এর পরেই তাঁর সংযোজন, ‘‘দেশের নিরাপত্তা এবং সংহতির মতো বৃহৎ স্বার্থকে মাথায় রেখে বলতেই হয়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সে কারণেই আমরা সরকার থেকে সরে এসে রাজ্যের ভার রাজ্যপালের হাতে তুলে দিতে চেয়েছি।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App