×

তথ্যপ্রযুক্তি

কক্সবাজারে বাইসাইকেল শেয়ারিং সেবা চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৪:২৫ পিএম

কক্সবাজারে বাইসাইকেল শেয়ারিং সেবা চালু
দেশে প্রথমবারের মত চালু হয়েছে স্মার্টফোন ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা ‘জোবাইক’। পর্যটন নগরী কক্সবাজারে পরীক্ষামূলক ভাবে এই সেবা শুরু হয়েছে। সোমবার সেবাটির উদ্বোধন করেন জোবাইকের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধান মেহেদী রেজা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল কুদরত খান ও পাবলো অ্যাগুয়ো এবং অপারেশন ম্যানেজার ইসতিয়াক আহমেদ শাওন। ছেলে মেয়ে উভয়ের ব্যবহারউপযোগী হিসেবে তৈরি জোবাইকের স্মার্ট এই সাইকেলের সাথে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি। এই সাইকেলের লক খোলার জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপ ডাউনলোড করে, অ্যাকাউন্ট খুলে, সাইকেলের সাথে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক পর্যায়ে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট থেকে এই সেবা নেয়া যাবে। জোবাইকের প্রতিষ্ঠাতা মেহেদী রেজা বলেন, কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। এখানে দেশি এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ সহজ করতেই আমাদের এই উদ্যোগ। আশা করি দেশের ট্যুরিজম ইন্ড্রাস্ট্রি এবং দেশের যোগাযোগ ব্যবস্থার ডিজিটালাইজেশনে জোবাইক ভূমিকা রাখবে। তিনি বলেন, পথ অতিক্রম করার জন্য সাইকেল ব্যবহারকে উদ্বুদ্ধ করছে জোবাইক। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে সারা দেশে এই সেবা চালু হবে। পরীবেশ বান্ধব, স্বাস্থ্যকর এবং গ্রীন এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা চীন, সিঙ্গাপুরসহ ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয়। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নকর্মীদের কার্যক্রমকে সহজ করার জন্য এই সেবা বিনামূল্য চালু করেছে জোবাইক। আগামী মাসের প্রথম সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App