×

পুরনো খবর

আওয়ামী লীগ ও বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ০৩:৩৯ পিএম

আওয়ামী লীগ ও বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উত্তাপ বিরাজ করছে সিলেট-৩ আসনে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে রয়েছেন একাধিক জোরালো মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনের এখনো আরো অন্তত ছয়মাস বাকি থাকলেও সব দলের সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। তবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতারা কারো জন্য কোনো ছাড় দিতে রাজি নন। দল থেকে কে প্রার্থী হবেন তা নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে বিরোধ। অন্যদিকে এ আসনে বিএনপিতেও বিদ্রোহের কমতি নেই। দলীয় মনোনয়ন চান অন্তত তিনজন। এ ক্ষেত্রে কারো প্রার্থিতা নিশ্চিত নয়। আছে জোট-মহাজোটের নানা হিসেব-নিকেশ। দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বদ্বতায় দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন মাহমুদ উস সামাদ। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শফি আহমদ চৌধুরীকে পরাজিত করে প্রথমবারের মতো সাংসদ হন তিনি। ওই নির্বাচনে তিনি পেয়েছিলে ৮৩ হজার ৯৮৪ ভোট। আর শফি আহমদ চৌধুরী পেয়েছিলেন ৪৭ হাজার ৭০ ভোট। এ আসনে প্রার্থী মনোনয়নে দুদলকেই হিমশিম খেতে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। এ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী নানা কারণেই বিতর্কিত। তার বিরুদ্ধে নেতাকর্মীদের পাত্তা না দেয়ার অভিযোগ যেমন আছে, তেমনি গুঞ্জন আছে তার পরিবার নিয়েও। জামায়াত-বিএনপির সঙ্গে শখ্যের অভিযোগ তুলে তার সঙ্গে নেই স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ। তবে এ আসন থেকে টানা দুবার নির্বাচিত হয়েছেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে মনোনয়ন লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ আসনে আওয়ামী লীগের কোন্দলের ফল দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে ভরাডুবি হয়েছে দলীয় প্রার্থীর। বিএনপি-জামায়াতের প্রার্থীরা পেয়েছেন সহজ জয়। এ আসনে বর্তমান সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী এবারো আওয়ামী লীগের প্রার্থী হতে চান। কিন্তু মনোনয়ন লড়াইয়ে তাকে চ্যালেঞ্জে ফেলতে পারেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। দীর্ঘদিন ধরে তিনি প্রবাস থেকে এলাকায় এসে কাজ করছেন। এ ছাড়া এ আসনে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যদিও তিনি সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন। এদের বাইরে নির্বাচনী মাঠে আছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন। তবে মনোনয়ন পাওয়ার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের জন্য কাজ করছি। এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছি। আবার মানুষের সেবা করতে আওয়ামী লীগের প্রার্থী হতে চাই। আশা করি দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দবেন।আর মানুষ পরিবর্তন চায় বলে ভোরের কাগজের কাছে দাবি করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন। তিনি বলেন, এই আসনের মানুষের মনে যে নীরব ক্ষোভের আগুন জ্বলছে তা থেকে দল এবং এ আসনকে বাঁচাতে আমি প্রার্থী হচ্ছি। অন্যদিকে বিএনপি থেকেও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনজন। দলের সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী মাঠে নেমেছেন অনেক আগেই। এ ছাড়া মনোনয়ন পেতে লবিংয়ের পাশাপাশি যুক্তরাজ্য থেকে দেশে ঘন ঘন এসে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালাম। যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীও রয়েছেন মাঠে। শফি আহমদ চৌধুরী বলেন, যখন সংসদ সদস্য যখন ছিলাম মানুষের জন্য অনেক কাজ করেছি। আশা করছি দল নির্বাচনে গেলে আমাকে মনোনয়ন দেবে। আবদুল কাইয়ুম চৌধুরী মনে করেন দল তার কাজের মূল্যায়ন করবে। তিনি বলেন, নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। আশা করছি নির্বাচনে প্রার্থী মনোনয়নের সময় দল আমাকে মূল্যায়ন করবে। ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিসও এ আসনে নিজেদের প্রার্থী দেবে। জোটের শরিক হিসেবে এই আসনটি তারা বিএনপির কাছে চাইবে। তাদের প্রার্থী সংগঠনের সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন।  এ ছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক ও জেলা জাপার সদস্য সচিব উছমান আলীও লাঙ্গল প্রতীক নিয়ে এ আসনে লড়াই করতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App