×

আন্তর্জাতিক

১৯ বছর পর এফ-৩৫ জঙ্গিবিমান হাতে পাচ্ছে তুরস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৭:৪৭ পিএম

১৯ বছর পর এফ-৩৫ জঙ্গিবিমান হাতে পাচ্ছে তুরস্ক
মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমানের প্রথম চালান হাতে পেতে যাচ্ছে এরদোগানের দেশ তুরস্ক। প্রথম পর্যায়ে তুরস্ককে ৩০টি বিমান দিবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে তুর্কি দৈনিক সাবাহ। জানা যায়, ১৯৯৯ সালে একশ'টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তুরস্ক। ওই চুক্তি অনুসারেই ২০১৮ সালে বিমানগুলো তুরস্ককে হস্তান্তর করবে ট্রাম্পের দেশ। এর মধ্যে ৩০টি বিমান কয়েক দিনের মধ্যেই হস্তান্তর করা হবে। এ জন্য তুরস্ক সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানকিলি বলেছেন, জঙ্গিবিমান ক্রয় সংক্রান্ত চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি আঙ্কারা পূরণ করেছে। এরইমধ্যে ৮০ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে। যদিও চুক্তি সইয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়ার বিরোধিতা করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App