×

খেলা

বিশ্বকাপে প্রথম নারী রেফারি ফার্নেন্দার অভিষেক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৭:৫১ পিএম

বিশ্বকাপে প্রথম নারী রেফারি ফার্নেন্দার অভিষেক

বিশ্বকাপ ফুটবলে নারীরা শুধু ম্যাচ সমর্থকের ভূমিকায় নয়, শক্ত হাতে ম্যাচ সামলানোর দায়িত্বও তাদের হাতে। যদিও এবার একজনই সেই দায়িত্ব পেয়েছেন। তিনি ব্রাজিলের ফার্নেন্দা কোলোম্বা।

রাশিয়া বিশ্বকাপে অ্যাসিসটেন্ট রেফারি বা লাইন্সম্যানের ভূমিকায় দেখা যাবে ফার্নেন্দাকে। তিনি সুন্দরী। বিশ্বকাপ নিয়ে যতটা চর্চা হচ্ছে, ফার্নেন্দাকে নিয়েও ততধিক চর্চা চলছে। ব্রাজিলের বাসিন্দা ফার্নেন্দা কোলোম্বার বয়স ২৫ বছর। ব্রাজিলের সান্টা কাটারিনায় তার জন্ম।

শারীরিক শিক্ষায় স্নাতক ফার্নেন্দা মডেলও ছিলেন। ব্রাজিলের বাসিন্দা তাই সকার তার খুবই প্রিয়। সেই থেকেই এই খেলায় আসার চিন্তা-ভাবনা। এবারের বিশ্বকাপে সেক্সিয়েস্ট রেফারির তকমা পেয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App