×

জাতীয়

দলের প্রয়োজনে নির্বাচন করবো: অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৭:০০ পিএম

দলের প্রয়োজনে নির্বাচন করবো: অর্থমন্ত্রী

ফাইল ছবি

দলের প্রয়োজনে আবারও সংসদ নির্বাচন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমি বলেছি, ‘আমি নির্বাচন করতে চাই না। কিন্তু পার্টির প্রয়োজনে, অপজিশনে যদি এরশাদ সাহেব প্রার্থী হয়ে যান, খালেদা জিয়া হয়ে যান, তাহলে অবশ্যই আমি নির্বাচন করবো।’

সোমবার সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।

প্রার্থী হিসেবে আপনার বিপরীতে কাকে যোগ্য মনে করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সিলেটে এরশাদ বিশেষভাবে জনপ্রিয়, কারণ ওনার সময় সিলেটে অনেক কিছু হয়েছে। আমি মনে করি এরশাদ খালেদা জিয়ার চেয়ে বেশি জনপ্রিয়।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী বলেন, আমি সিলেটে ঈদ করলাম। সিলেট ও ঢাকায় মোটামুটিভাবে এটা খুশির ঈদই ছিল।

আসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী হইচই তেমন নেই। আশা করছি এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই এতে অংশ নেবেন। আমি মনে করি, বিএনপির নীতিনির্ধারকরা ভালো করেই বোঝেন, তারা যতকিছুই বলেন না কেন- এবার নির্বাচন না করলে এ পার্টি আর থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App