×

তথ্যপ্রযুক্তি

অফলাইনে জিমেইল ব‍্যবহার করবেন যেভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৩:২১ পিএম

অফলাইনে জিমেইল ব‍্যবহার করবেন যেভাবে
অনলাইনের এ যুগে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম ই-মেইল। অফিস আদালত থেকে শুরু করে ব্যক্তিগত কাজেও মেইলের ব্যবহার বাড়ছে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। সে সময় কোনো মেইল ওপেন করতে হবে। কিন্তু দেখা গেল ইন্টারনেট নেই। তাহলে উপায়? জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জিমেইলে রয়েছে অফলাইন সুবিধা। অফলাইন সুবিধা ব্যবহার করে ইন্টারনেট না থাকলেও জিমেইল ব্যবহার করা সম্ভব। কিভাবে কাজটি করতে হবে বিস্তারিত তুলে ধরা হলো।প্রথমে ক্রোম ব্রাউজারের স্টোরে গিয়ে জিমেইলের অফলাইনে এক্সটেনশনটি ইন্সটল করতে হবে। আপনি সরাসরি এই ঠিকানা যেতে পারেন। তারপর ‘add to chrome’ অপশনে ক্লিক করতে হবে।তারপর ইন্সটল প্রক্রিয়া শেষ হল অফলাইন জিমেইল এক্সটেনশনটি প্রদর্শিত হবে। তাতে ক্লিক করে ‘allow offline mail’ অপশনটি নির্বাচন করে দিতে হবে।তাহলে এই এক্সটেনশনটির মাধ‍্যমে অফলাইনে জিমেইল আসা মেইলগুলো দেখা যাবে। এক্সটেনশনটি মূল‍ত জিমেইলের অ্যাপগুলো ডাউনলোড করে রাখে অফলাইনে দেখার জন‍্য।এক্সটেনশনটির উপরে থাকা সেটিংস আইকন ক্লিক করে সর্বশেষ কত দিনের মেইল ডাউনলোড করে রাখতে চান তা নির্বাচন করা যাবে।এই ঠিকানা গিয়ে পরবর্তীতে জিমেইল অফলাইনে ব‍্যবহার করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App