×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার নাইটক্লাবে পদপিষ্ট হয়ে নিহত ১৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৮, ১১:৪৫ এএম

ভেনেজুয়েলার নাইটক্লাবে পদপিষ্ট হয়ে নিহত ১৭

ভেনেজুয়েলার রাজধানী কারকাসের একটি নাইটক্লাবে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাচঁজন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ভোরে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন লেগে যায়। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান তারা। মৃতদের সবার বয়স ২৩ বছরের নিচে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, কারাকাসের একটি নাইট ক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল। তখনই আগুন ধরে যায়। প্রাণভয়ে বাঁচতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন। মৃতদের মধ্যে আট শিশুও রয়েছে।

এই ঘটনায় ক্লাবটির মালিকসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাইটক্লাবটি বন্ধ করে দেওয়া হয়েছে। মর্মান্তিক ঘটনার পর একাধিক গাফিলতি সামনে এসেছে।

কারাকাসে আগেও নাইটক্লাবে পার্টি করতে এসে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার নজির রয়েছে। ২০০২ সালে লা গুয়াজিরা নামে একটি ক্লাবে আগুনের জেরেই পদপিষ্ট হয়ে ৫০ জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App