×

জাতীয়

সিসি টিভির আওতায় পাটুরিয়া ফেরি ঘাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ১১:৪৯ এএম

সিসি টিভির আওতায় পাটুরিয়া ফেরি ঘাট
ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকা সিসি টিভির আওতায় আনা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে মূলত যাত্রী নিরাপত্তা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ঠেকাতে। ঘাটের গুরুত্বপূর্ণ ১৫টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ক্যামেরা। পাটুরিয়া পুলিশ কন্ট্রোলরুম থেকে মনিটরিং করা হচ্ছে পুরো ঘাট। মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান,পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করেন। ঈদের সময় পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ব্যাপক চাপ থাকে। এ সুযোগে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ সংঘটিত হয়। এসব অপরাধ ঠেকাতে ঘাটের বিভিন্ন পয়েন্টে ১৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা এবং যানবাহনের শৃঙ্খলায় পুলিশ আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবেন বলে আশা করেন তিনি। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। তারা মনে করেন, সিসি টিভির ফলে পুরো ঘাট আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। নিরাপদে ও নির্বিঘ্নে পারাপার হতে পারবেন যাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App