×

খেলা

ব্রাজিলিয়ানদের মনে রাশিয়া বিশ্বকাপের ঢেউ উঠছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৫:০৫ পিএম

ব্রাজিলিয়ানদের মনে রাশিয়া বিশ্বকাপের ঢেউ উঠছে না
এবার বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ানদের আগ্রহ নেই বলতেই চলে। এরই মধ্যে বিভিন্ন জরিপে সেটি প্রকাশ হয়েছে। সবশেষ ডাটাফোলার জরিপও বলছে, আসলেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা নেই ব্রাজিলে! দেশটির ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, রাজনীতিবিদদের দুর্নীতি, রাজনীতিকদের নানা কেলেঙ্কারি, মোটরশ্রমিকদের ধর্মঘট। যে কারণেই নাকি ব্রাজিলিয়ানদের মনে রাশিয়া বিশ্বকাপের ঢেউ উঠছে না। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিলে যেন দুই ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু সেখানে ব্রাজিলের অধিকাংশ মানুষের কিনা আগ্রহ নেই! ডাটাফোলা বলছে, ৫৩ শতাংশ ব্রাজিলিয়ানের অনাগ্রহ ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটা নিয়ে। জানুয়ারিতেও যেটি ছিল ৪২ শতাংশ। রাশিয়া বিশ্বকাপ নিয়ে সবচেয়ে কম আগ্রহ ব্রাজিলিয়ান নারীদের। ৬১ শতাংশ নারীই এই টুর্নামেন্ট নিয়ে ভাবছেন না। ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ব্রাজিলিয়ানদের মধ্যে ৫৭ শতাংশের ভাবনায় বিশ্বকাপ নেই। এর আগে প্রকাশিত বিভিন্ন জরিপেও অনাগ্রহের কথা উঠে এসেছে। এক জরিপে দেখা গেছে, ১৪.৫ শতাংশ ব্রাজিলিয়ানই জানেন না এবারের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে! ব্রাজিল দলের মার্চেন্ডাইজিং-পণ্য (জার্সি, স্কার্ফ, টুপি ইত্যাদি) বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বিক্রি-বাট্টায় ভাটা চলছে। ব্রাজিল দলের স্মারক জার্সি কিংবা স্কার্ফ কেনায় কারও তেমন আগ্রহ নেই। বাছাইপর্বে দুর্দান্ত খেলেই বিশ্বকাপে এবার পা রেখেছে ব্রাজিল। দলটিতে রয়েছে নেইমারের মতো তারকা। এছাড়াও অন্যরা রয়েছেন দুর্দান্ত ছন্দে। তারপরও কেন বিশ্বকাপ নিয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন সমর্থকদের খুব একটা আগ্রহ নেই?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App