×

জাতীয়

বিএনপি নির্বাচনে অংশ নেবে : তোফায়েল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৯:৪৯ পিএম

বিএনপি নির্বাচনে অংশ নেবে : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনের আগে তারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করবে। তবে তারা জানে, সেটা করে সফল হতে পারবে না। আজ বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘‘বিগত দিনেও বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সুতরাং তারা ব্যর্থতার দিকে যাবে না। তাদের উচিত হবে নির্বাচনে অংশ নেওয়া। যেমন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তাদেরও উচিত হবে গ্রামে-গঞ্জে গিয়ে প্রস্তুতি নেওয়া।’’ মন্ত্রী বলেন, বিএনপির মনে রাখতে হবে সংবিধান অনুযায়ী বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে। নির্বাচনকালীন সময়ে সরকার দৈনন্দিন কাজ করবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। নির্বাচন কমিশনকে যোগ্য ও দক্ষ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন খুলনা, গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন নির্বাচন পরিচালনা করে প্রমাণ করেছে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন যোগ্য। এ সময় ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App