×

জাতীয়

বাঁশখালীতে জেলে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৭:৪৩ পিএম

মাছধরার নৌযানের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা চক্রের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে বাঁশখালীর সরল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বাঁশখালীর দক্ষিণ সরল এলাকার অজি উল্লাহর ছেলে উমর মাইদ্যা (৪৫) ও সোলতান আহমেদের ছেলে মো. আলী (৫০)। বুধবার বিকেলে হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর সরল এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামার জন্য সংকেত দিলে দুজন পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই সিএনজি অটোরিকশার সিটের পেছনে থাকা ৭টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন স্বীকার করেছে ফিশিং বোটে মাছধরার জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করার জন্য অস্ত্রগুলো সংগ্রহ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App