×

জাতীয়

জাকাত এখনো শাড়ি লুঙ্গির মধ্যেই সীমাবদ্ধ- চসিক মেয়র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৬:৪১ পিএম

‘জাকাত এখনো একটি শাড়ি আর একটি লুঙ্গি দেয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক। আর এ কারণে দারিদ্র্যতা নিরসন হচ্ছে না। অথচ জাকাতের অর্থ সঠিকভাবে গরিব দুঃখীদের দেয়া হলে বাংলাদেশ থেকে দারিদ্র্যতা চিরতরে দূর হয়ে যাবে। তবে শেখ হাসিনার সরকার দেশ থেকে ধীরে ধীরে দারিদ্র্যতা দূর করছেন। গত মঙ্গলবার, নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে দুই দিনব্যাপী ২ হাজার স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ সব কথা বলেন। চসিকের নতুন জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের মাঝে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার সরবরাহের ব্যবস্থা করেছেন। এ সময় মেয়র সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর পরামর্শ দেন। তিনি বলেন, আজ যারা গরিব আগামীতে তারা আর গরিব থাকবে না। তিনি সক্ষম সকলের হাতকে কর্মীর হাতে পরিণত করারও পরামর্শ দেন। কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খুরশিদ আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেলাল আহম্মদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি হাজি শাহাবুদ্দিন, সাংগঠিনক সম্পাদক মিথুন বড়–য়া, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বাবুল, বিকেএমইএর পরিচালক রাজিব দাশ সুজয় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেয়র দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App