×

জাতীয়

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় শবে কদর পালিত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৭:৪০ পিএম

চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ আদায়, জিকির-আসকার, দান-খয়রাত, পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ করে নিজের পাপমোচন ও প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনা করেন। অনেকে স্বজনের কবর জিয়ারত করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয় অপার মহিমান্বিত এই রাতে। চট্টগ্রামের জাতীয় মসজিদ জমিয়তুল ফালায় মঙ্গলবার এশার নামাজের পর ‘শবেকদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে বয়ান করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা আবু তালেব মো. আলাউদ্দিন আলকাদেরী। মাহফিল থেকে দেশ, জাতি ও বৃহত্তর মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নগরীর হজরত গরিব উল্লাহ শাহ মাজার জামে মসজিদেও পবিত্র শবেকদর উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বয়ান করেন মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান আলকাদেরী। এ ছাড়া নগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, চকবাজার অলিখাঁ জামে মসজিদসহ প্রধান প্রধান মসজিদগুলোতে তারাবি নামাজের পর হামদ, নাত, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির-আসকার ও শবেকদরের তাৎপর্য ও ফজিলত নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল কদর উত্তম রাত। পবিত্র কুরআনে শবেকদর বা লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়ে উত্তম রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। এই এক রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের মর্যাদা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App