×

খেলা

ক্যান্সারে আক্রান্ত নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০১:২৫ পিএম

ক্যান্সারে আক্রান্ত নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি
নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলির পেটে ক্যান্সার ধরা পড়েছে। তার স্ত্রীর পক্ষ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, গত মাসে রিচার্ড একটি রুটিনের ভেতর দিয়ে গেছেন। ক্লোনোসকপি করার পর আমরা জানতে পেরেছি তার অন্ত্রে ক্যান্সার হয়েছে। এরপর অপারেশন করে টিউমার দূর করা হয়েছে। এখন তিনি দারুণভাবে সেরে উঠছেন। অধিক নিরাপত্তার জন্য খুব দ্রুত কেমোথেরাপি দেয়া হবে। আশা করছি, যথাসময়ে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। ৬৬ বছর বয়সী হ্যাডলি নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। আশির দশকে সেরা চার ফাস্ট-বোলিং অলরাউন্ডারদের একজন তিনি। সেই সময় ইমরান খান, ইয়ান বোথাম, কপিল দেব এবং হ্যাডলি তুখোড় পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন। টেস্টে হ্যাডলির ৪৩১টি উইকেট রয়েছে। তার অবসরের সময় যেটি ছিল বিশ্বরেকর্ড। ৮৬ ম্যাচে রান ৩১২৪। বিশ্বক্রিকেটে পরাশক্তি হিসেবে নিউজিল্যান্ডের আবির্ভাব তার হাত ধরেই। ১৯৯০ সালে তার শেষ ইংল্যান্ড সফরের সময় ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে নাইট উপাধিতে ভূষিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App