×

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, আহত ৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৬:১৭ পিএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, আহত ৪

টানা ৫ দিনের ভারী বর্ষণে উখিয়ার পালংখালী শফিউল্ল্যাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে এমএসেফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী শফিউল্ল্যাহ কাটা নামক রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের ঘটনায় আহতরা হলেন, ডি-২ ব্লকের বাসিন্দা আলী আজগরে স্ত্রী, মরিয়ম খাতুন (৪৫), মোঃ ইব্রাহীমের স্ত্রী সমুদা খাতুন, মোঃ শাকের আলমের স্ত্রী, রোকেয়া (২৫) ও তার ৩ বছরের শিশু উম্মে হাবিবা।

স্থানীয় ডি-২ ব্লকের মাঝি জয়নাল আবেদীন জানান, পাহাড়ের পাদস্থলে থাকা দুইটি রোহিঙ্গা পরিবারের উপর বড় একটি পাহাড়েরর অংশ ধসে পড়ে ৪ জন আহত হয়েছে।

মাঝি নুরুল কবির জানান, সকাল ১১ টার দিকে পাহাড়টি ধসে পড়ে ৪ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, যদি টানা বৃষ্টি না থামে তাহলে আরও পাহাড় ধসে পড়তে পারে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও এনজিও কর্মীরা দ্রুত এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App