×

জাতীয়

১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০১:৫৪ পিএম

১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ মঙ্গলবার। ‘প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে। দেশে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে জানিয়ে চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পরিসংখ্যান অনুযায়ী, দেশে সাড়ে ৩৪ লাখ কর্মজীবী শিশু রয়েছে। যার মধ্যে ২৯ লাখ ৪৮ হাজার পূর্ণকালীন ও ৫ লাখ ২ হাজার খন্ডকালীন কাজ করে। কর্মজীবী শিশুদের প্রায় দুই-তৃতীয়াংশই স্কুুলে যায় না। আগে স্কুলে গেলেও এখন আর যায় না, এমন ২১ লাখ কর্মজীবী শিশু রয়েছে। সব মিলিয়ে স্কুলে যায় না ২৪ লাখ শিশু। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ পরিসংখ্যান তুলে ধরেন। এতে বলা হয়, কর্মজীবী শিশুদের ৩০ শতাংশই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। ২৮ শতাংশ শিশুর পরিবারের পক্ষে শিক্ষা ব্যয় বহন করার সামর্থ্য নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ যৌথভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রামে শিশুদের নিয়ে কাজ করে এমন প্রায় ৩০টি এনজিও এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর-চট্টগ্রাম, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়-চট্টগ্রাম সমাজসেবা অফিসসহ দিবসটি পালন করবে। এ উপলক্ষে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। ঈদের পর ২৬-৩০ জুন চট্টগ্রামে শিশু একাডেমিতে দিবসটি বর্ণাঢ্যভাবে উদযাপন করা হবে। সংবাদ সম্মেলনে মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব ও চট্টগ্রাম শিশু একাডেমির জেলা শিশু সংগঠক নারগীস সুলতানা। এ ছাড়া বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক আব্দুল হাই খান, ঘাসফুলের প্রধান নির্বাহী ও পরিষদের আহ্বায়ক আফতাবুর রহমান জাফরী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোজেক্ট ম্যানেজার রবার্ট কমল সরকার, ঘাসফুলের ম্যানেজার সিরাজুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App