×

তথ্যপ্রযুক্তি

ম্যাসেজে পাঠানোর ফিচার আনছে গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০২:৪৮ পিএম

ম্যাসেজে পাঠানোর ফিচার আনছে গুগল
ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ক্রোম ওএস থেকেই ম্যাসেজে পাঠানোর ফিচার নিয়ে কাজ করছে গুগল।এক বছর আগেই ক্রোম ওসে এসএমএস কানেক্ট নামে একটি ফিচার থেকে এই পরিকল্পনার ব্যাপারে জানা যায়। এবার সেই ফিচারের কোড শনাক্ত করেছেন এক্সডিএ ওয়েবসাইটের ডেভেলপাররা।কোডটিতে লেখা ছিলো, ‘সিআরওএস অ্যান্ড্রয়েড ম্যাসেজ ইন্টেগ্রেশন’। অর্থাৎ এসএমএস কানেক্ট ফিচারটি ক্রোমও এস ব্যবহারকারীদের জন্যও আনা হবে। ফিচারটি ক্রোমের ফ্ল্যাগস পেইজ থেকে চালু করা যাবে।কিভাবে ফিচারটি কাজ করবে তা এখনও জানা যায়নি। তবে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে পিয়ারিংয়ের মাধ্যমে ফিচারটি চালাতে হবে। এটি অ্যালোর ডেস্কটপ ক্লায়েন্টের মতো কাজ করবে।ফিচারটি শীঘ্রই সবার জন্য উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। গুগলে ফিচারটি এখনো যুক্ত না হলেও ম্যাকও এস ও আইওএসের মধ্য বহু আগেই সংযোগ ঘটিয়েছে অ্যাপল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App