×

জাতীয়

বিদ্যালয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০২:১৫ পিএম

বিদ্যালয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ
ধুনট উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে মার্কেট। এতে কমে আসছে মাঠের জায়গা। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জোড়শিমুল সরকারি হাট-বাজারের জায়গা ঘেঁষা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ সীমানা প্রাচীর। ওই সীমানা প্রাচীর ভেঙে ইট দিয়ে স্থায়ীভাবে মার্কেট তৈরি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৯ মে মার্কেট তৈরির কাজ শুরু করা হয়। ইতোমধ্যে ৭টি দোকান ঘরের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ১৫টি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেয়। মার্কেট নির্মাণকাজের তদারকি করছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল। এদিকে মার্কেট নির্মাণের ফলে মাঠের দক্ষিণ অংশের ৮ ফুট জায়গা কমে এসেছে। এ ছাড়া মার্কেট নির্মাণের ফলে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হবে বলে জানায় এলাকাবাসী। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক মাঠের দক্ষিণ অংশে মার্কেট নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ৭টি দোকান ঘরের কাজ অর্ধেক হয়েছে। তবে দোকান ঘর ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মার্কেট নির্মাণের ফলে বিদ্যালয় মাঠের জায়গা কমে এসেছে। এ অঞ্চলের একমাত্র বড় মাঠ এটি। মার্কেট নির্মাণ হওয়ায় মাঠটি ছোট হয়ে এসেছে। তা ছাড়া বিদ্যালয়টির উন্নয়ন পরিকল্পনায় ভবিষ্যতে মার্কেট প্রতিবন্ধকতা তৈরি করবে। চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল বলেন, যে ৭টি দোকান ঘর নির্মাণ করা হচ্ছে, সেখানে সীমানা প্রাচীরের বাইরে বিদ্যালয়ের জায়গা বেদখল হয়েছিল। ওই জায়গা দখল নিয়ে মার্কেট নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয়ের আয় বৃদ্ধির জন্য মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। মোট ১৫টি দোকান ঘর নির্মাণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App