×

জাতীয়

ফরিদপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ১০:০৩ পিএম

ফরিদপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের ১০ কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে রাখে ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে চাল বিতরণ শুরু হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসীরা জানান, সরকারী নিয়ম অনুযায়ী মাঝারদিয়া ইউনিয়নে এক হাজার ৭৮৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ রয়েছে। প্রতি কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সেখানে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব সাব্বির হাসান এবং ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমানের যোগসাজসে ৬-৭ কেজি করে চাল বিতরণ করা হয়। ২০-২৫ জনের চাল মেপে কম দেওয়ার বিষয়টি জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে বাদানুবাদের ঘটনা ঘটে। এক পর্যায়ে ক্ষুব্ধ ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, ইউপি সচিব সাব্বির হাসান ও ট্যাগ অফিসার আব্দুর রহমানকে ঘেরাও করে আটকে রাখে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউএনও’র নির্দেশে উপজেলা প্রশাসন চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিজিএফ উপকারভোগী মুরাটিয়া গ্রামের লিমন, নান্টু, আরজু এবং কাগদী গ্রামের খলিল, ইশারত, নাজিম মোল্লা কয়েকজন অভিযোগ করে বলেন, কার্ডধারী প্রত্যককে ১০ কেজি চালের বদলে কৌশলে ৬/৭ কেজি চাল দেওয়া হচ্ছিল। আমরা প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে চেয়ারম্যানসহ অন্যদের আটকে রাখা হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চাল বিতরণ করা হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত ষড়যন্ত্র। উপজেলা সমবায় অফিসার ও ইউপি ট্যাগ অফিসার আব্দুর রহমান জানান, আমি যাওয়ার আগেই সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ইউপি সচিব সাব্বির হাসান বলেন, ঘটনার পরে প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের অধীনে চাল বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App