×

তথ্যপ্রযুক্তি

গিনেজ বুকের টপ ফাইভ ইউটিউবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০৫:০২ পিএম

গিনেজ বুকের টপ ফাইভ ইউটিউবার
ইউটিউবার। যারা ভিডিও শেয়ারিং-এর জনপ্রিয় ইউটিউবে ভিডিও আপলোড করে বিপুল পরিমান অর্থ উপার্জন করে ইউটিউবার খেতাব পেয়েছে। এ সব ইউটিউবারের রয়েছে নিজস্ব স্টাইলে জীবনযাপন থেকে শুরু করে বিলাস বহুল লাইফ স্টাইল। রয়েছে বিশ্বজুড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। আজ গিনেস বুক অব ওয়ার্ল্ড এ টপ পাঁচ ইউটিউবার নিয়ে প্রতিবেদন। ১ম: লোগেন পল (Logan paul): সবচেয়ে ধনী ও উগ্র ইউটিউবার-এর নাম লোগেন পল। যিনি দুবাই শহরে সবচেয়ে বড় ভক্ত সমাগম করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড-এ নাম লেখান। মাত্র ২২ বছর বয়সে সবচেয়েই বিখ্যাত হয় ইউটিউবার। যিনি এই বয়সে বিলস বহুল জীবন যাপন করে। logan paul youtube ২য়: ফিউরিয়াস পিট (furious pete): এই ইউটিউবারটি ভোজন রসিক। খাওয়ার জন্যই তিনি বিখ্যাত। তিনি সবচেয়ে দ্রুত সময়ে ফোরেরো রোশেস চকলেট খাওয়ার জন্য তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড নাম লেখান। এর শুধু একটি নয় আরো চারটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে।fierce pete ৩য়: মিস্টার বিস্ট (Mr. Beast): সবচেয়ে বেশি দীর্ঘতম উবার রাইড দিয়ে এই মিস্টার বিস্ট গীনেজ বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড করেন। নর্থ ক্যারোলাইন থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত গিয়ে এই রেকর্ড করেন। এ মূলত বিভিন্ন মজার ভিডিও আপ করে বিখ্যাত হয়।   ৪র্থ: চার্লস অ্যান্ড আলী ( Charles and allie): এই ইউটিউবারটি প্রতিদিন ভিডিও ব্লগ তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেন। ইউটিউবে তার মোট ব্লগ-এর সংখ্য তিন হাজার সাতান্নটি। তাঁর চ্যানেলটি মূলত ব্লগ চ্যানেল। ৫ম: হাউরিডিকিউলাস (howridiculous): সবচেয়ে উঁচু স্থান থেকে বাস্টেক বল নিক্ষেপ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড এ রেকর্ড করেন এই ইউটিউবার হাউরিডিকিউলাস। মাজদার ভিডিও কনটেন্ট তৈরি করে বিখ্যাত হয় এই ইউটিউবার ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App