×

জাতীয়

উন্নয়ন প্রকল্পের কাজ চলতি মাসেই শেষ করার নির্দেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০৬:৪৩ পিএম

উন্নয়ন প্রকল্পের কাজ চলতি মাসেই শেষ করার নির্দেশ
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ চলতি অর্থবছরের সকল প্রকল্প চলতি জুন মাসে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে ঈশ্বরদী ও আটঘরিয়ায় সুধীজন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ঈদুল ফিতরের নামাজ আদায় করেই সরকারের উন্নয়ন কাজে আপনারা মনোনিবেশ করবেন। যত পেন্ডিং কাজ আছে দ্রুত এ মাসের মধ্যেই শেষ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে অযথা অপচয় যেন না হয়। তিনি সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের একটি লক্ষ্য বা ভিশন রয়েছে উন্নত বাংলাদেশ গড়ার। শুধু মুখে নয়, কাজের মাধ্যমে আমাদের পরিচয় হবে। সকলের চেষ্টায় অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সকলকে সামিল থাকার জন্য আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App