×

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজে যেভাবে ডার্ক মোড অন করবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০২:৫৯ পিএম

উইন্ডোজে যেভাবে ডার্ক মোড অন করবেন
ম‍্যাকওএসের নতুন সংস্করণে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ডার্ক মোড। এটি চালু করলে ডক, টাস্কবার ও সব অ্যাপ্লিকেশন কালো রঙ ধারণ করবে। ফলে রাতে ম্যাকওএস চালিত ডিভাইস ব্যবহার করলে ব্যবহারকারীদের চোখে অতিরিক্ত আলো পড়বে না। অনেক উইন্ডোজ ব‍্যবহারকারী ভাবছেন ডার্ক মোড উইন্ডোজ ১০ এ থাকলে মন্দ হতো না। তবে সুখবর হলো ফিচারটি উইন্ডোজ ১০ এ ইতোমধ‍্যে রয়েছে। কয়েক ক্লিক করেই উইন্ডোজে ডার্ক মোড চালু করে নেয়া যাবে। কিভাবে উইন্ডোজ ১০ এ ডার্ক মোড চালু করতে হতে তা এই টিউটোরিয়ালে তুলে হল। প্রথমে স্টার্ট মেনু থেকে সেটিংসে যেতে হবে।তারপর যে পেইজটি চালু হবে সেখান থেকে ‘personalization’ অপশনে ক্লিক করতে হবে।এরপর নতুন পেইজ থেকে বাম সাইডবারের থাকা ‘ colors’ অপশনে ক্লিক করতে হবে।পরবর্তীতে ধাপে অপশনটি চালু হলে মাউস ক্রল করে ‘ choose your default app mode’ অপশন থেকে ‘dark’ অপশনটি নির্বাচন করতে হবে।তাহলে ডার্ক মোড চালু হয়ে যাবে। এবার উইন্ডোজের সেটিংস,অ্যাপস্টোর, ক‍্যালকুলেটরের মত অ্যাপগুলো চালু করে তা কালো দেখাবে। তবে ফাইল ফাইল এক্সপ্লোরার ডার্ক মোডটি কাজ করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App