×

জাতীয়

সমবায়কে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি করতে হবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৯:৩১ পিএম

সমবায়কে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি করতে হবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। বঙ্গবন্ধুর প্রদর্শিত সমবায় ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে ববহার করতে হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে বিসিএস সমবায় অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিএস সমবায় অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত নিবন্ধক আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আব্দুল মজিদ। তিনি বলেন, সমবায়কে যুগোপযোগী করে গড়ে তুলতে সমস্যাসমূহ চিহ্নিত করতে হবে। কোনো আইনগত সীমাবদ্ধতা থাকলে তা দূর করা হবে। সমবায়ের সমস্যা খুঁজে বের করতে প্রতিটি বিভাগে সমবায়ীদের সম্মেলন আয়োজনের কথা জানান মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App