×

তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন এক চার্জে চলবে দুই দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৩:২৫ পিএম

ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন এক চার্জে চলবে দুই দিন
চীনের ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান টিসিএল কর্পোরেশন নতুন কিবোর্ডযুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করেছে। নতুন এ ফোনটির মডেল ব্ল্যাকবেরি কি২। ফোনটির বিশেষত্ব হলো এটি অপেক্ষাকৃত কম দাম এবং এই ফোন এক চার্জে দুই দিন চলবে। ফোনটিতে আছে ৪.৫ইঞ্চি টাচস্ক্রিন। যা নিচে রাখা হয়েছে। ব্ল্যাকবেরির ট্রেডমার্ক কোয়ার্টি কিবোর্ড রয়েছে। আর ডিভাইসের পেছনে রাখা হয়েছে ডুয়াল ক্যামেরা। এছাড়া ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। নতুন এ ফোনটির আগের ফোন কি-ওয়ান ফোনের থেকে তুলনায় অনেক হালকা ও বড় ডিসপ্লে রয়েছে। খবর বিজনেস ইনসাইডার। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের কাছে অনেক আগেই স্মার্টফোন বাজার হারিয়েছে ব্ল্যাকবেরি। এখন কিছুটা ফিরে আসার চেষ্টা। ফোনটিতে ৬ গিগাবাইট র‍্যামের সঙ্গে ৬৪ গিগাবাইট বা ১২৮গিগাবাইট মডেলে বাজারে আনা হবে ব্ল্যাকবেরি কি২। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি একবার পূর্ণ চার্জে দুই দিন ব্যবহার করা যাবে ডিভাইসটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App