×

তথ্যপ্রযুক্তি

বিশ্বের ১ম কনভার্টিবল ডুয়াল-স্ক্রিন নোটবুক এনেছে আসুস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৩:৩৬ পিএম

বিশ্বের ১ম কনভার্টিবল ডুয়াল-স্ক্রিন নোটবুক এনেছে আসুস
বিশ্বের প্রথম কনভার্টিবল ডুয়াল-স্ক্রিন নোটবুক বাজারে ছেড়েছে তাইওয়ানের প্রযুক্তি ব্র্র্যান্ড আসুস। এটিতে নেক্সট জেনারেশন আপডেট দেওয়া হয়েছে। সম্প্রতি তাইপে-তে ‘কম্পিউটেক্স ২০১৮’ অনুষ্ঠানের এক সংবাদ সম্মেলনে এই ল্যাপটপসহ বেশ কিছু গ্যাজেটস উন্মোচন করেছে আসুস চেয়ারম্যান জনি শিহ। আসুসের বরাতে জানা যায়, এই সংবাদ সম্মেলনে ‘প্রজেক্ট প্রিকগ’ নামের বিশেষ কিছুও আনা হয়েছে। এটি হচ্ছে একটি পুরো নতুন কনসেপ্ট ডিভাইস আর বিশ্বের প্রথম কনভার্টিবল ডুয়াল-স্ক্রিন নোটবুক। যার মধ্যে নেক্সট জেনারেশন আপডেট দেওয়া রয়েছে। এছাড়াও আসুস জেন এআইও ২৭ পিসি, ভিভোবুক ফ্লিপ ১৪ কনভার্টিবল নোটবুক, লিরা ভয়েস ৩-ইন-১ স্মার্ট ভয়েস রাউটারসহ আরও কিছু আসুসের জিনিস-পত্র সামনে আনা হয়েছে। কনভার্টিবল ল্যাপটপটিতে ‍১৪ ইঞ্চির ফুল এফএইচডি ন্যানোএজ ডিসপ্লে। যার ডিসপ্লেতে আসুস পেন সাপোর্ট করবে। যা ১৭৮ ডিগ্রিতে দেখতে সক্ষম। এটিতে লেটেস্ট কোর-আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ১৬ জিবি ম্যামোরি। সাথে ১ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে। দেখতে স্লিম ও স্টাইলিশ ল্যাপটপটির ১.৬ কেজি ওজনের। পুরো বডি অ্যালোমিনিয়ামের তৈরি। যেটি ৩৬০ ডিগ্রিতে ঘুরতে সক্ষম ল্যাপটপটি কী-বোর্ড সহ সকল ফিচার অত্যাধুনিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App