×

জাতীয়

জিপিএ-৫ বিক্রি: তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৮:৪৪ পিএম

জিপিএ-৫ বিক্রি: তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়
জিপিএ-৫ বিক্রি সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। ‘ঢাকা শিক্ষা বোর্ডে টাকার বিনিময়ে জিপিএ-৫ বিক্রি হচ্ছে’ সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ডের একজন ব্যক্তিগত কর্মকর্তাসহ উত্তরা এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান-প্রধান জিপিএ ফাইভ বিক্রির সঙ্গে জড়িত- মর্মে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মো. ইউনুস আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমদ শামীম-আল রাজী এবং উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App