×

আন্তর্জাতিক

কাবুলে ফের আত্মঘাতী হামলা, ১৩ জনের প্রাণহানি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৯:৪৫ পিএম

কাবুলে ফের আত্মঘাতী হামলা, ১৩ জনের প্রাণহানি
আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এবার নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। সোমবার (১১ জুন) আফগানিস্তানের পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের সামনে এ ঘটনা ঘটে। আফগান সরকারের মুখপাত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এদিকে, আইএস এ ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তবে তার কোনো প্রমাণ দেখায়নি সংগঠনটি। দেশটির বিশ্লেষকরা বলছেন, এই বোমা হামলা অক্টোবরের নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নবিদ্ধ করল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, মহিলা, শিশু এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের কর্মীরা এই বোমা হামলার শিকার হয়েছেন। তবে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, নিহতদের মধ্যে কোনো শিশু নেই। পুনর্বাসন মন্ত্রণালয়ের মুখপাত্র ফারিদোন আজহান্দ বলেন, বোমা হামলাকারীরা মন্ত্রণালয়ের প্রবেশপথে বিস্ফোরণ ঘটিয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে বেসামরিক কেউ আছেন কি না, এই তথ্য আমাদের কাছে নেই। আইএস এ ঘটনার দায় স্বীকার করলেও দেশটির নিরাপত্তা কর্মকর্তরা বলছেন, তালেবানের হাক্কানি নেটওয়ার্ক এই হামলা করতে পারে। সম্প্রতি দেশটিতে ধারাবাহিকভাবে আত্মঘাতী বোমা হামলা চলছে। এতে নিহতের সংখ্যাও অনেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App