×

খেলা

১১তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে নাদালের রেকর্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ১০:১৭ পিএম

১১তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে নাদালের রেকর্ড
ডমিনিক থিমকে সরাসরি সেটে হারিয়ে নিজের ১১তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা রাফায়েল নাদাল। প্যারিসের রোলাঁ গারোঁয় রোববারের ফাইনালে অস্ট্রিয়ার থিমকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারান ৩২ বছর বয়সি স্প্যানিশ তারকা। এটি নাদালের ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ে রজার ফেদেরারের (১৭) সর্বকালের রেকর্ড স্পর্শ করলেন নাদাল। রোলাঁ গারোঁর লাল মাটিতে ২০০৫ সালে অভিষেকের পর থেকেই একক আধিপত্য নাদালের। এর আগে এখানে ৮৭ ম্যাচের মাত্র দুটিতে হেরেছিলেন তিনি। দুটিই অবশ্য থিমের বিপক্ষে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা থিম এবারও সেরকম কিছুর স্বপ্ন দেখছিলেন। কিন্তু ফাইনালে পাত্তাই পেলেন না নাদালের সামনে। ক্লে কোর্টের রাজা তকমা পাওয়া নাদাল রোলাঁ গারোঁয় গতবার চ্যাম্পিয়ন হয়ে ছেলে ও মেয়েদের মিলিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে একক কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় ১০টি শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন। আর এবার চ্যাম্পিয়ন হয়ে একক কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় সর্বোচ্চ শিরোপা জয়ের সর্বকালের রেকর্ড স্পর্শ করলেন। ১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে ১১ বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডটা গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App