×

জাতীয়

ফুলবাড়ীয়ায় খেলার মাঠ দখল করে লেবুর হাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ১১:৪০ এএম

ফুলবাড়ীয়ায় খেলার মাঠ দখল করে লেবুর হাট
মাঠে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভ্যান-রিকশা, পিকআপ ও ট্রাকে ভরা লেবুর বস্তা। ময়লা-আবর্জনা যুক্ত কাদামাটিতে গাড়িগুলো রাখা আছে এলোপাতাড়ি অবস্থায়। ক্রেতা-বিক্রেতার সমাগম। খেলার মাঠ ও ঈদগাহ দখল করে এই লেবুর হাটটি বসেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এনায়েতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও ঈদগাহে। ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও, এনায়েতপুর, ফুলতলা, সোয়ইতপুর, হরিপুর, পাহাড় অনন্তপুর, ভালুকার উথুরা, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তালতলা, মুনতলা, বাঘাড়া, জোড়দীঘি, সখিপুর উপজেলার বড়চওনা, কুতুবপুর গ্রামসহ আশপাশের প্রায় ২০/২৫টি গ্রামের চাষিদের উৎপাদিত লেবুর বিশাল হাটটি প্রতিদিনই বসে বিদ্যালয়ের খেলার মাঠে। যার কারণে এ মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার ক্রীড়াপ্রেমীরা। সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুদিন এনায়েতপুর বাজারের নির্ধারিত স্থানে হাট বসলেও মাঠের সীমানা প্রাচীর না থাকায় লেবুর হাটটি স্কুলের খেলার ও ঈদগাহ মাঠ পর্যন্ত বিস্তৃত হয়। যার ফলে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে অন্যদিকে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার ক্রীড়াপ্রেমীরা। অপরদিকে বর্জ্যে ও কাদায় নষ্ট হচ্ছে এনায়েতপুর ইউনিয়নের সর্ববৃহৎ ঈদগাহ মাঠটি। স্থানীয় একটি ক্লাব এ মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলেও কয়েকটি খেলা হওয়ার পর প্রভাবশালীরা সে খেলা বন্ধ করে দেয়। ঈদগাহ মাঠে বসা লেবুর হাটে আবর্জনা ও কাদা থাকায় এবারের ঈদুল ফিতরের নামাজ এ মাঠে আদায় করা সম্ভব হবে না বলে জানায় এলাকাবাসী। ঈদের আগেই লেবুর হাটটি বিদ্যালয় ও ঈদগাহ মাঠ থেকে সরিয়ে এনায়েতপুর বাজারের নির্ধারিত স্থানে বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসকের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এ ব্যাপারে এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন তালুকদার বলেন, মাঠে যারা লেবুর হাট বসায় স্থানীয়ভাবে তারা প্রভাবশালী। স্কুল ও খেলার মাঠটি দখলমুক্ত করার ব্যাপারে বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে এলে মৌখিকভাবে জানানো হয়েছে। ইজারাদার মো. দৌলত আলী দুলু বলেন, বাজারে জায়গা না থাকায় খেলার মাঠে লেবুর হাট বসানো হয়। পরিষদের সামনের রাস্তার কাজ শেষ হলেই বাজার রাস্তার নিয়ে আসব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App