×

জাতীয়

দৌলতদিয়ায় ঈদের আগে নতুন ঘাট চালু নিয়ে অনিশ্চয়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ১১:২৬ এএম

দৌলতদিয়ায় ঈদের আগে নতুন ঘাট চালু নিয়ে অনিশ্চয়তা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে ঈদে অতিরিক্ত যানবাহনের সামাল দিতে দুটি নতুন ঘাটের জন্য পন্টুন আনা হলেও ঈদের আগে তা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অপরদিকে রুটে বিকল হয়ে কমেছে ফেরির সংখ্যা। এতে দেখা দিয়েছে দুর্ভোগের আশঙ্কা। জানা যায়, গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার যানবাহন পারাপার করা হলেও ঈদযাত্রায় সেই পরিমাণ দাঁড়ায় আরো কয়েকগুণ। আর ২/১ দিন পরই ঘাটে শুরু হবে ঘরমুখো মানুষের ঢল। এই অবস্থায় বিকল হয়ে পড়েছে এ রুটে চলাচলকারী কয়েকটি ফেরি। গত মঙ্গলবার হঠাৎ করে মাঝ নদীতে বিকল হয় রোরো (বড়) ফেরি শাহ আলী, পরেরদিন বুধবার বিকেলে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীন এবং ইউটিলিটি ফেরি রজনীগন্ধা বিকল হলে ফেরিগুলোকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে পাঠায় কর্তৃপক্ষ। সরেজমিন দেখা যায়, দৌলতদিয়ায় নতুন দুটি ঘাট চালু করতে ২ ও ৬ নম্বর ঘাটে বিআইডবিøউটিএর নিজস্ব দুটি পন্টুন আনা হয়েছে। সেখানে শ্রমিকরা বালু ও ইটের খোয়া ভর্তি বস্তা ফেলে ঘাটের সংযোগ সড়ক চালুর কাজ করছে। কয়েকজন শ্রমিক জানান, পন্টুন ও ঘাট চালাতে প্রয়োজনীয় সংখ্যক লোকবল প্রয়োজন। পন্টুন ধরে রাখতে আরো প্রয়োজন আনুষঙ্গিক সরঞ্জমাদি। এ সব না থাকায় ঘাট চালু করা সম্ভব হবে না। ঈদের আগেই নতুন দুটি ঘাট চালু করা সম্ভব না হলে যাত্রী ও যানবাহন পারাপারে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রাকের চালক আ. রহমান জানান, ঈদের এখনো কয়েক দিন বাকি থাকলেও ফেরি সংকটে এরই মধ্যে সৃষ্টি হচ্ছে যানজট। প্রচন্ড গরমের মধ্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার নাসির হোসেন জানান, দৌলতদিয়া ঘাটের এই ভোগান্তি আজ নতুন নয়। এখন ঢাকামুখী গাড়ির চাপ কম থাকলেও দৌলতদিয়া বসে আছি এক ঘণ্টারও বেশি সময় ধরে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে ফেরি পেয়ে যাব। বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঈদে ঘরমুখী হাজার হাজার মানুষ এবং যানবাহন পারাপার নির্বিঘ্নে করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ন্যূনতম ১৯টি ফেরি ও ছয়টি ঘাট চালুর সিদ্ধান্ত হয়। বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে দুয়েকটি ফেরিকে মাঝে মধ্যে বন্ধ করে মেরামত করতে হচ্ছে। এ ছাড়া নতুন করে আরো দুটি ঘাট বাড়াতে বিআইডবিøউটিএর দুটি পন্টুন আনা হলেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ৬নং ঘাটটি অনেকটা প্রস্তুত হলেও এখনো ফেরি ভেড়ানোর জন্য প্রস্তুত হয়নি। তিনি আরো জানান, বিকল থাকা ফেরিগুলো ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করা হচ্ছে। আগামী দুয়েকদিনের মধ্যে ফেরিগুলো বহরে যুক্ত হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে আরো দুটি ফেরি রুটে যোগ দেয়ার কথা রয়েছে। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, নতুন দুটি ঘাট চালু করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে লোকবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জমাদি সরবরাহ করে ঘাট দুটি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App