×

জাতীয়

ডিবি পুলিশের পরিদর্শকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ১০:৪২ পিএম

ডিবি পুলিশের পরিদর্শকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একজন গরুর খামারিকে ডাকাতি মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগে জেলা ডিবি পুলিশের পরিদর্শকসহ সাত পুলিশ ও তিন সোর্সের বিরুদ্ধে মামলা করেছেন খামারি জামালের ছোট ভাই আমান। রবিবার বিকালে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে এ মামলা করেন তিনি। নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে একজন অতিরিক্ত পুলিশ সুপার দিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরির্দশক মো. গিয়াস উদ্দিন, এসআই শহিদুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই আমিনুল হক, কনস্টেবল হাদিউজ্জামান, কনস্টেবল ইব্রাহীম হোসেন, কনস্টেবল আফাজউদ্দিন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সোর্স সদর উপজেলার মধ্য কাশিপুর এলাকার মাহবুব, চর নরসিংপুর এলাকার মিজানুর রহমান ও ভোলাইল পশ্চিমপাড়া এলাকার সুমন আক্তার। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান সাব্বির বলেন, ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকার জামাল। নিজ বাড়িতেই গরুর খামার দিয়ে ব্যবসা করেন তিনি। গত ২ জুন দুপুর ২টার দিকে গরুর খামারে কাজ করার সময় ডিবির পরিদর্শক গিয়াস উদ্দিন কাউকে কিছু না বলে জামালকে ধরে নিয়ে যায়। এরপর জামালের ছোট ভাই আমানের অনুরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিজেসহ ডিবি কার্যালয়ে যান। তারপর পরিদর্শক গিয়াস উদ্দিনের কাছে চারদিন ডিবি কার্যালয়ে জামালকে আটক রাখার কারণ জানতে চাওয়া হয়। এতে পরির্দশক গিয়াস উদ্দিন গ্রেপ্তারের কারণ না জানিয়ে ও দাবিকৃত পাঁচ লাখ টাকা না পেয়ে হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেন। পরে আমান ৭ জুন সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। একই দিন পরিদর্শক গিয়াস উদ্দিন ক্ষুব্ধ হয়ে চারজন মাদক বিক্রেতার সঙ্গে জামালকে ডাকাত বানিয়ে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে দুই দিনের রিমান্ডে নেয়। এতে ন্যায় বিচারের আশায় জামালের ছোট ভাই আমান আদালতে মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App