×

তথ্যপ্রযুক্তি

টয়লেটে মোবাইল নোটিফিকেশন দেখেন ৬৯%

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ০৩:৫১ পিএম

টয়লেটে মোবাইল নোটিফিকেশন দেখেন ৬৯%
ক্ষণে ক্ষণে নিজের মোবাইল ফোন ও ফোনের বিভিন্ন নোটিফিকেশন চেক করা মানুষের অন্যতম অভ্যাস। নতুন এক জরিপ বলছে, মানুষ যৌন ক্রিয়ার সময় তাদের মোবাইল ফোন দেখার পারিমাণ বাড়ছে। অন্তত ১৭ শতাংশ মানুষ যৌন ক্রিয়ার সময় তাদের ফোনের নোটিফিকেশন চেক করেন। এছাড়াও ১৮ থেকে ৩৪ বছর বয়েসী অন্তত ৮৫ শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করার সময় তাদের মোবাইল ফোনের নোটিফিকেশন চেক করেন।অন্যদিকে ৩৪ শতাংশ মানুষ শাওয়ার নেওয়ার সময় তাদের ফোনের নোটিফিকেশন চেক করেন। জরিপটি পরিচালনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষদের ওপর। জরিপের ফলাফলের ভিত্তিতে বলা হচ্ছে, এ ধরনের ব্যবহার বেশি দেখা যায় তরুণদের মধ্যে। যাদের বয়স ৩৫ থেকে ৫১ বছরের মধ্যে। তবে ৫২ থেকে ৭০ বছর বয়েসীদের মধ্যে এর প্রভাব কম।জরিপটি পরিচালনা করেছে সিওরকল নামের এক প্রতিষ্ঠান। যারা সেলফোনের জন্য বিভিন্ন বুস্টিং ডিভাইস তৈরি করে বলে প্রযুক্তিভিত্তিক সাইট গিয়ার ব্রেন রিপোর্ট করেছে।জরিপটি বলছে, যাদের জন্ম ৯০ দশকে তাদের মধ্যে বাথরুম বা যৌন ক্রিয়ার সময় ফোনের নোটিফিকেশন চেক করার প্রবণতা বেশি।৩৫ থেকে ৫১ বছর বয়েসী ৭৮ শতাংশ ও ৫২ থেকে ৭০ বছর বয়েসী ৫৩ শতাংশ মানুষ টয়লেট ব্যবহারের সময় তাদের মোবাইল ফোন চেক করেন।আর এই তিনটি সারির বয়েসের ব্যক্তিদের মধ্যে ৬৯ শতাংশই টয়লেট ব্যবহারের সময় তাদের ফোনের নেটিফিকেশন চেক করেন। আর এর মধ্যে অন্তত ৫৯ শতাংশ ব্যক্তিই প্রতিদিন সেটি করে থাকে।জরিপটি এক হাজার ১৩৭ জনের উপর পরিচালনা করে সিওরকল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App