×

বিনোদন

ঈদের আনন্দে টিভি নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ০২:২১ পিএম

ঈদের আনন্দে টিভি নাটক
ঈদের আনন্দে টিভি নাটক
ঈদের আনন্দে টিভি নাটক
প্রতি বছরের মতো এবারো ঈদের আনন্দে থাকবে টিভি নাটক। প্রায় পাঁচ শতাধিক নাটক প্রচার হবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে। শুধু টিভি চ্যানেল নয়, অনলাইনভিত্তিক ইউটিউব চ্যানেলকে ঘিরেও তৈরি হচ্ছে নাটক। গত কয়েক বছরই ঈদের নাটকে সবচেয়ে বেশি উপস্থিতি থাকে মোশাররফ করিম, সজলের। এ ছাড়া ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, আ খ ম হাসান, রওনক হাসানের চাহিদা থাকে বেশি। অভিনেত্রীদের মধ্যে তিশা, মম, নাদিয়া, রিমি করিম, ঈশানার ব্যস্ততা বেশ চোখে পড়েছে। টানা শুটিং নিয়ে এখন ব্যস্ত অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। অভিনেতা চঞ্চল চৌধুরী জানান, এক ডজনেরও বেশি নাটকে দেখা যাবে এবারের ঈদে। তিনি বলেন, গত দুই-আড়াই মাস ধরে ঈদের কাজ করছি। এর মধ্যে চারটি সাত পর্বের ও একটি দশ পর্বের নাটকে অভিনয় করেছি। এ ছাড়াও দশ থেকে বারোটার মতো একক নাটক ঈদে প্রচার হওয়ার কথা রয়েছে। এদিকে টানা শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। তিনি জানান, প্রায় ৩০টির মতো নাটক এবার ঈদে প্রচার হওয়ার কথা রয়েছে। এর মধ্যে খন্ড নাটক, ধারাবাহিক নাটকও রয়েছে। মোশাররফ করিম বলেন, ‘ঈদের নাটকের কাজ তো গত কয়েক মাস ধরেই করছি। এর আগে কাজ করেছিলাম এমন দুয়েকটা নাটকও এবারের ঈদে প্রচার হবে।’ যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী মোনালিসা এবারের ঈদের জন্য বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত ঈদের নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘যে মাসে সুখ থাকে’, শাখাওয়াত মানিকের ৬ পর্বের ধারাবাহিক ‘আমার বউ নায়িকা’, রোকনের ‘ছুটির ফাঁদে’, মোরসালিন শুভর ‘কোম্পানির প্রচারের স্বার্থে’, মোস্তফা কামাল রাজের ‘অনুভবে’ ও ‘কি জানি কি হয়’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছে যাবো’ উল্লেখযোগ্য। এ ছাড়াও হানিফ সংকেতের পরিচালনায় একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। এবারের ঈদের জন্য এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিশা। জাকারিয়া শৌখিনের ‘শহরে নতুন প্রেমিক’ নাটকে তিশা জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। এ ছাড়া সাগর জাহানের মাহিন সিরিজের ‘মাহিনের লাল ডায়েরি’ ও ‘মাছের দেশের মানুষ’ নামের দুটি নাটকে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’ শিরোনামের একটি ঈদের নাটকে তিশা থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। অন্যদিকে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, সম্প্রতি শিলংয়ে শুটিং হয়েছে এনটিভির জন্য নির্মিত ঈদের বিশেষ টেলিছবি ‘শিলংয়ে দেখা’। এ ছাড়া সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদা গাইড লাগবে’। এ ছাড়া চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ‘দ্য বস’। সবগুলোতেই রয়েছেন মোশাররফ করিম। সাম্প্রতিক সময়ে টিভি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন রিমি করিম। এই অভিনেত্রী এবার ঈদের বেশ কিছু নাটক, টেলিছবিতে কাজ করেছেন। রিমি করিম বলেন, এবার ঈদে বেশ কিছু কাজ করেছি। এর মধ্যে রয়েছে খন্ড নাটক, ধারাবাহিক এবং টেলিছবি। প্রায় এক ডজনেরও বেশি নাটক, টেলিছবিতে দেখা যাবে। এরই মধ্যে আফজাল হোসেন, বদরুল আনাম সৌদ, মোহন খান, অঞ্জন আইচ, রেদওয়ান রনি, গৌতম কৈরি, মীর সাব্বিরের পরিচালনায় অভিনয় করেছেন রিমি করিম। এবারের ঈদের জন্য বেশকিছু নাটকে অভিনয় করেছেন ‘মনপুরা’-খ্যাত নায়িকা ফারহানা মিলি। এর মধ্যে রয়েছে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘জোড়াসাঁকো’। শামীম জামানের পরিচালনায় ৬ পবের্র খন্ড নাটক ‘চুটকি ভান্ডার’। সোহেল ইমনের পরিচালনায় ‘ওপেনটি বায়স্কোপ’। জাহিদুল ইসলাম রিপনের পরিচালনায় ‘প্রফেসর ডাবলু’। আলমগীর রুমনের ‘গুলজার’। এবারের ঈদের টিভি নাটকে অন্যতম আকর্ষণ থাকবে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ও ঈদুল ফিতরকে উপলক্ষ করে নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ নাটক ‘ফেয়ার প্লে’। বাংলাভিশনের জন্য নির্মিত সাত পর্বের এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা ও চঞ্চল চৌধুরী। পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। বিশ্বকাপ ও ঈদুল ফিতর উপলক্ষে নির্মাতা সাজ্জাদ সুমন নির্মাণ করছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফুটবল ফারুক’। দয়াল শাহ রচিত এ নাটকে অভিনয় করছেন জাহিদ হাসান, আরফান, অপর্ণা ঘোষ, মুনীরা মিঠু, তৌসিফ মাহবুব, নাদিয়া প্রমুখ। নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে। তরুণ নির্মাতা তপু খান নির্মাণ করেছেন ‘রেড কার্ড, ইয়োলো কার্ড’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, রুনা খান, ইরফান সাজ্জাদ, তানজিন তিশাসহ আরো অনেকে। আরটিভির ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি। ঈদের আগেও কয়েকটি নাটক প্রচার হবে ফুটবল নিয়ে। এর মধ্যে একটি হলো ‘প্র্যাকটিকাল অ্যাকশন’। নাটকটি নির্মাণ করছেন নির্মাতা জয়ন্ত রোজারিও। এ ছাড়া নির্মিত হয়েছে ‘ঝামেলামুক্ত জার্সি’। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন সংক্রান্ত জটিলতা নিয়ে এগিয়ে যায় নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App